কলম্বিয়ার প্রেসিডেন্টকে ‘মাদক নেতা’ বললেন ট্রাম্প 

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১২:৫৭ , অনলাইন ভার্সন
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে “অবৈধ মাদক নেতা” আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  বলেছেন, যুক্তরাষ্ট্র দেশটিতে দেওয়া সাহায্য ও অর্থায়ন বন্ধ করে দেবে। 
স্থানীয় সময় ১৯ অক্টোবর (রবিবার)নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প দাবি করেন, পেত্রো “সমগ্র কলম্বিয়াজুড়ে ব্যাপক মাদক উৎপাদনকে উৎসাহ দিচ্ছেন।” 

ট্রাম্প বলেন, “পেত্রো অত্যন্ত অজনপ্রিয় ও দুর্বল নেতা। তিনি যদি নিজে মাদক উৎপাদন বন্ধ না করেন, তবে আমরা তা তার হয়ে বন্ধ করব এবং সেটা সুন্দরভাবে হবে না।”
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্রে মাদক বিক্রির মাধ্যমে মৃত্যু, ধ্বংস আর বিশৃঙ্খলা ছড়ানো হচ্ছে এবং কলম্বিয়াকে দেওয়া অর্থায়ন ছিল “পুরোপুরি প্রতারণা”।
 
বড় অক্ষরে লেখা এক ঘোষণায় ট্রাম্প বলেন, “আজ থেকে এই অর্থায়ন, বা অন্য যেকোনো ধরণের পেমেন্ট বা ভর্তুকি বন্ধ করা হলো।” তবে তিনি কোন ধরণের অর্থায়নের কথা বলছেন, তা স্পষ্ট করেননি।
এর কিছু পরেই মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এক্সে লেখেন, ১৭ অক্টোবর ক্যারিবীয় সাগরে একটি কলম্বিয়ান জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালায়, যাতে তিনজন নিহত হয়।

হেগসেথ দাবি করেন, জাহাজটি বামপন্থী বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)-এর সঙ্গে যুক্ত ছিল এবং এটি মাদক পাচারে জড়িত ছিল। তবে তিনি কোনো প্রমাণ দেননি।
 
এর কয়েক ঘণ্টা পরই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্সে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “কলম্বিয়া কখনো যুক্তরাষ্ট্রের প্রতি অশোভন আচরণ করেনি, বরং দেশটির সংস্কৃতিকে ভালোবেসেছে। কিন্তু আপনি কলম্বিয়া সম্পর্কে অভদ্র ও অজ্ঞ।”

কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতিতে বলেছে, “এই মন্তব্যগুলো আমাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং প্রেসিডেন্টের মর্যাদাকে হেয় করার প্রচেষ্টা।”

রোববার ভোরে পেত্রো মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “যুক্তরাষ্ট্র আমাদের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে, মিসাইল ছুড়ে একজন নিরীহ জেলেকে হত্যা করেছে এবং তার পরিবারকে ধ্বংস করেছে।”

পেত্রো দাবি করেন, নিহত ব্যক্তি সান্তা মার্তা উপকূলের জেলে আলেহান্দ্রো কাররাঞ্জা, যার কোনো মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ছিল না।

পেত্রো বলেন, “আমরা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে ব্যাখ্যা প্রত্যাশা করছি। এটি একেবারে হত্যাকাণ্ড এবং আমাদের সার্বভৌমত্বের ঘোরতর লঙ্ঘন।”

তিনি কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলকে বিষয়টি আন্তর্জাতিক আদালত এবং যুক্তরাষ্ট্রের আদালতে উত্থাপনের নির্দেশ দিয়েছেন।

ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে ওয়াশিংটন-বোগোতার সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে। গত মাসে ট্রাম্প প্রশাসন পেত্রোর যুক্তরাষ্ট্র ভিসা বাতিল করে দেয়, কারণ তিনি নিউইয়র্কে এক ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নিয়ে মার্কিন সেনাদের ট্রাম্পের নির্দেশ অমান্যের আহ্বান জানিয়েছিলেন।
 
পেত্রো তখন বলেন, “আমি যুক্তরাষ্ট্রের সেনাদের বলি — মানবতার বিপরীতে অস্ত্র ধরো না, ট্রাম্পের অন্যায় আদেশ অমান্য করো।”

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041