
একদিন পর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন প্রতিষ্ঠিত গণফোরাম। ১৯ অক্টোবর (রবিবার) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে দলটির ভারপ্রাপ্ত সভাপতি, এডভোকেট সুব্রত চৌধুরী এবং দলের সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান দলের পক্ষে সনদে স্বাক্ষর করেন।
এসময় সুব্রত চৌধুরী বলেন, স্বাধীনতার ঘোষণাপত্র, জুলাই জাতীয় সনদে যথাযথভাবে থাকবে, আশ্বাস পাওয়ার পরই গণফোরাম স্বাক্ষর করলো। এসময় বাহাত্তরের সংবিধানের মূল চার নীতি জুলাই সনদে সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, প্রতিটি রাজনৈতিক দল জুলাই সনদের সবচেয়ে বড় অংশীদার। এই দলিল ঐকমত্য কমিশনের একক দলিল নয়, এটা সবার রাজনৈতিক অঙ্গীকার।
তিনি আরও বলেন, যারা স্বাক্ষর করেননি, তাদের মতামত দলিলে উল্লেখ আছে। সবাইকে জুলাই সনদে স্বাক্ষর করতে আবারও আহ্বান জানান তিনি।
এর আগে, ১৭ অক্টোবর (শুক্রবার) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকলেও স্বাক্ষর করেনি গণফোরাম।
ঠিকানা/এএস
এসময় সুব্রত চৌধুরী বলেন, স্বাধীনতার ঘোষণাপত্র, জুলাই জাতীয় সনদে যথাযথভাবে থাকবে, আশ্বাস পাওয়ার পরই গণফোরাম স্বাক্ষর করলো। এসময় বাহাত্তরের সংবিধানের মূল চার নীতি জুলাই সনদে সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, প্রতিটি রাজনৈতিক দল জুলাই সনদের সবচেয়ে বড় অংশীদার। এই দলিল ঐকমত্য কমিশনের একক দলিল নয়, এটা সবার রাজনৈতিক অঙ্গীকার।
তিনি আরও বলেন, যারা স্বাক্ষর করেননি, তাদের মতামত দলিলে উল্লেখ আছে। সবাইকে জুলাই সনদে স্বাক্ষর করতে আবারও আহ্বান জানান তিনি।
এর আগে, ১৭ অক্টোবর (শুক্রবার) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকলেও স্বাক্ষর করেনি গণফোরাম।
ঠিকানা/এএস