
ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই সদস্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম উপস্থিত ছিলেন না। সরকারের অন্য উপদেষ্টারা এতে অংশ নিলেও তাদের অনুপস্থিতি সাংবাদিকদের নজর কাড়ে।
জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রসংগঠন থেকে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে মতবিরোধের কারণেই তারা অনুষ্ঠান থেকে দূরে ছিলেন। বর্তমানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা এবং মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, এনসিপি সনদে স্বাক্ষরের আগে তিনটি শর্ত দেয়। সেগুলো হলো সনদের কিছু ধারা সংশোধন, এটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। শেষ মুহূর্তে কমিশন সনদের পঞ্চম দফায় কিছু পরিবর্তন আনলেও এনসিপি তাতে সন্তুষ্ট হয়নি।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিকেল সাড়ে চারটার দিকে উপস্থিত হন। এ সময় সরকারের ২০ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ড. আসিফ নজরুল, মো. তৌহিদ হোসেন, লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, আদিলুর রহমান খান, আলী ইমাম মজুমদার, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, মুহাম্মদ ফাওজুল কবির খান, সৈয়দা রিজওয়ানা হাসান, ফারুক ই আজম (বীর প্রতীক), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, নূরজাহান বেগম, অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ফরিদা আখতার, শারমীন এস মুরশিদ, ড. আ. ফ. ম. খালিদ হোসেন, সুপ্রদীপ চাকমা, শেখ বশিরউদ্দীন ও মোস্তফা সরয়ার ফারুকী।
বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট সনদে স্বাক্ষর করলেও ছয়টি দল-সিপিবি, বাসদ, বাসদ (মার্কসবাদী), বাংলাদেশ জাসদ, এনসিপি ও গণফোরাম-তাতে স্বাক্ষর করেনি। গণফোরামের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থাকলেও স্বাক্ষর থেকে বিরত থাকেন।
ঠিকানা/এনআই
জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রসংগঠন থেকে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে মতবিরোধের কারণেই তারা অনুষ্ঠান থেকে দূরে ছিলেন। বর্তমানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা এবং মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, এনসিপি সনদে স্বাক্ষরের আগে তিনটি শর্ত দেয়। সেগুলো হলো সনদের কিছু ধারা সংশোধন, এটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। শেষ মুহূর্তে কমিশন সনদের পঞ্চম দফায় কিছু পরিবর্তন আনলেও এনসিপি তাতে সন্তুষ্ট হয়নি।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিকেল সাড়ে চারটার দিকে উপস্থিত হন। এ সময় সরকারের ২০ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ড. আসিফ নজরুল, মো. তৌহিদ হোসেন, লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, আদিলুর রহমান খান, আলী ইমাম মজুমদার, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, মুহাম্মদ ফাওজুল কবির খান, সৈয়দা রিজওয়ানা হাসান, ফারুক ই আজম (বীর প্রতীক), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, নূরজাহান বেগম, অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ফরিদা আখতার, শারমীন এস মুরশিদ, ড. আ. ফ. ম. খালিদ হোসেন, সুপ্রদীপ চাকমা, শেখ বশিরউদ্দীন ও মোস্তফা সরয়ার ফারুকী।
বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট সনদে স্বাক্ষর করলেও ছয়টি দল-সিপিবি, বাসদ, বাসদ (মার্কসবাদী), বাংলাদেশ জাসদ, এনসিপি ও গণফোরাম-তাতে স্বাক্ষর করেনি। গণফোরামের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থাকলেও স্বাক্ষর থেকে বিরত থাকেন।
ঠিকানা/এনআই