
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিলেও তাতে সই করেনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন দল গণফোরাম।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান বলেন, সংবিধানের একটি বিষয় নিয়ে আমাদের একটি পর্যবেক্ষণ রয়েছে। আপত্তির মুখে ঐকমত্য কমিশন সংশোধনী করেছেন বলে আমাদের বলা হয়েছে। বিষয়টি আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তীতে জুলাই সনদে স্বাক্ষর করব।
জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে গণফোরাম উপস্থিত থাকলেও সনদে স্বাক্ষর করেনি। দলটি জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে সনদে স্বাক্ষর করবে।
ঠিকানা/এনআই
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান বলেন, সংবিধানের একটি বিষয় নিয়ে আমাদের একটি পর্যবেক্ষণ রয়েছে। আপত্তির মুখে ঐকমত্য কমিশন সংশোধনী করেছেন বলে আমাদের বলা হয়েছে। বিষয়টি আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তীতে জুলাই সনদে স্বাক্ষর করব।
জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে গণফোরাম উপস্থিত থাকলেও সনদে স্বাক্ষর করেনি। দলটি জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে সনদে স্বাক্ষর করবে।
ঠিকানা/এনআই