
‘আজ’ কিছুতেই আমার হয় না।
প্রতিটি দিন আমি দান করে দিচ্ছি।
কেউ না কেউ হরণ করে নিচ্ছে আমার প্রতিটি দিন।
দখলি দৌরাত্ম্যে অধিকার করে নিচ্ছে আমার মুহূর্তগুলো।
কেউ না কেউ গ্রহণ বা বর্জনের খাতায় রাখছে
আমার প্রতিটি উদ্যমী ‘আজ’।
আমি কিছুতেই আগামীর কাছে পৌঁছুতে পারছি না।
আমার সবটাই যেন নির্মূল নস্যি কাজ।
আমি কিছুতেই হাতে ধরতে পারছি না ছায়া।
আমি কিছুতেই কুয়াশার মিছিলে
দেখতে পারছি না আমার নিজের মুখচ্ছবি।
আমাকে কেউ আঁকেনি!
আমাকে নিয়ে কাব্য করেনি কোনও কবি।
আমি সময়ের মেঝেতে গড়াগড়ি খাচ্ছি
কিছুতেই গতি-বাহনে চেপে যেতে পারছি না-
আরাধ্য আগামীর কাছে!
অনাবাদী সূর্যটা এখনও অনন্ত ঘুমে
আশাবাদের গান গেয়ে কৃষকও যায়নি জমিনের কাছে।
পথহীন পরবাসী হওয়ার স্বপ্নে বিভোর যে পাখিটা;
এখনও সে চুপ করে বসে আছে আগামীর আশায়।
যেন অনামী হাওয়ার ঢেউ এসে তাকে ঠিক ভাসায়!
যেন আগামী ভোর তার একান্ত হয়
যেন আগামী জাগরণ হয়-
আমার মতোই অতলান্তিক অনুভবে;
আমি অর্ধসমাপ্ত মানুষ-
কেবল প্রতীক্ষায় আছি, কালকের দিনটি আমার হবে।
প্রতিটি দিন আমি দান করে দিচ্ছি।
কেউ না কেউ হরণ করে নিচ্ছে আমার প্রতিটি দিন।
দখলি দৌরাত্ম্যে অধিকার করে নিচ্ছে আমার মুহূর্তগুলো।
কেউ না কেউ গ্রহণ বা বর্জনের খাতায় রাখছে
আমার প্রতিটি উদ্যমী ‘আজ’।
আমি কিছুতেই আগামীর কাছে পৌঁছুতে পারছি না।
আমার সবটাই যেন নির্মূল নস্যি কাজ।
আমি কিছুতেই হাতে ধরতে পারছি না ছায়া।
আমি কিছুতেই কুয়াশার মিছিলে
দেখতে পারছি না আমার নিজের মুখচ্ছবি।
আমাকে কেউ আঁকেনি!
আমাকে নিয়ে কাব্য করেনি কোনও কবি।
আমি সময়ের মেঝেতে গড়াগড়ি খাচ্ছি
কিছুতেই গতি-বাহনে চেপে যেতে পারছি না-
আরাধ্য আগামীর কাছে!
অনাবাদী সূর্যটা এখনও অনন্ত ঘুমে
আশাবাদের গান গেয়ে কৃষকও যায়নি জমিনের কাছে।
পথহীন পরবাসী হওয়ার স্বপ্নে বিভোর যে পাখিটা;
এখনও সে চুপ করে বসে আছে আগামীর আশায়।
যেন অনামী হাওয়ার ঢেউ এসে তাকে ঠিক ভাসায়!
যেন আগামী ভোর তার একান্ত হয়
যেন আগামী জাগরণ হয়-
আমার মতোই অতলান্তিক অনুভবে;
আমি অর্ধসমাপ্ত মানুষ-
কেবল প্রতীক্ষায় আছি, কালকের দিনটি আমার হবে।