
রাতভর কেঁদে ভিজে যায় জানালার কাচ,
ভেতরের অশ্রু শিশির হয়ে টলমল করে দূর্বাঘাসে।
স্বপ্নগুলো মরে যায় নীরব কুয়াশায়,
বাস্তবতা দাঁড়ায় পাশে-
কঠিন, নির্দয়, নিষ্ঠুরতার ছায়ায়।
রবির আলো ফোটে চারিদিকে
তবু মনটা উত্তপ্ত হয় না রোদে,
কুয়াশায় ঢেকে নেয় ক্ষীণ আলো
জীবনের হিসাব মেলে না,
যে চেতনা ছিল একদিন তেজোদীপ্ত সূর্যের মতো
আজ তা বাজারের দামে বিকোয়,
হাসিটুকু আজ আর প্রাণ খুলে পাওয়া যায় না।
হাসির সাথেই মিথ্যে।
ভাতের থালায় চাঁদ ওঠে না আজকাল,
আকাশে নক্ষত্র, মাটিতে প্রশ্নচিহ্ন।
চোখের নিচে ঘুম নয়, জমানো সংগ্রাম-
শিশিরভেজা চোখে দেখি আজও ভোর,
নতুন সূর্য ওঠে, কিন্তু আলোটার গায়ে কেমন যেন জ্বর!
যে জীবনে সত্যই একমাত্র ধ্রুব,
সেটা হলো কষ্ট-তবু তাতে লুকায় অনন্ত রূপ।
চরম বাস্তবতায়ও জীবন থামে না,
ভেজা চোখেই লিখি আমি বেঁচে থাকার মানে-
যতই পোড়াক এই পথ,
তবুও সংগ্রাম করে যাব
সত্যের শিখায় জ্বলে উঠবই আবার
শিশিরভেজা চোখ নিয়ে।
ভেতরের অশ্রু শিশির হয়ে টলমল করে দূর্বাঘাসে।
স্বপ্নগুলো মরে যায় নীরব কুয়াশায়,
বাস্তবতা দাঁড়ায় পাশে-
কঠিন, নির্দয়, নিষ্ঠুরতার ছায়ায়।
রবির আলো ফোটে চারিদিকে
তবু মনটা উত্তপ্ত হয় না রোদে,
কুয়াশায় ঢেকে নেয় ক্ষীণ আলো
জীবনের হিসাব মেলে না,
যে চেতনা ছিল একদিন তেজোদীপ্ত সূর্যের মতো
আজ তা বাজারের দামে বিকোয়,
হাসিটুকু আজ আর প্রাণ খুলে পাওয়া যায় না।
হাসির সাথেই মিথ্যে।
ভাতের থালায় চাঁদ ওঠে না আজকাল,
আকাশে নক্ষত্র, মাটিতে প্রশ্নচিহ্ন।
চোখের নিচে ঘুম নয়, জমানো সংগ্রাম-
শিশিরভেজা চোখে দেখি আজও ভোর,
নতুন সূর্য ওঠে, কিন্তু আলোটার গায়ে কেমন যেন জ্বর!
যে জীবনে সত্যই একমাত্র ধ্রুব,
সেটা হলো কষ্ট-তবু তাতে লুকায় অনন্ত রূপ।
চরম বাস্তবতায়ও জীবন থামে না,
ভেজা চোখেই লিখি আমি বেঁচে থাকার মানে-
যতই পোড়াক এই পথ,
তবুও সংগ্রাম করে যাব
সত্যের শিখায় জ্বলে উঠবই আবার
শিশিরভেজা চোখ নিয়ে।