রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকা মুশকিল ছিল : প্রধান উপদেষ্টা

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ২১:২২ , অনলাইন ভার্সন
একবারে লণ্ডভণ্ড অবস্থায় অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নিয়েছিল। রেমিট্যান্স না আসলে সরকার টিকে থাকা মুশকিল ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১৪ অক্টোবর (মঙ্গলবার) ইতালির রোমে বাংলাদেশি কমিউনিটর সঙ্গে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, সরকারের দায়িত্ব নেয়ার সময় কর্মরতদের বেতন কিংবা আন্তর্জাতিক ঋণ পরিশোধের জন্য অর্থ ছিল না। কোথা থেকে শুরু করবো বুঝতে পারছিলাম না। তখন প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আমাদের শক্তি যুগিয়েছে।

তিনি আরও বলেন, কতগুলো সমস্যার কথা বলেছে ইতালি। বাংলাদেশিরা যে দেশেই যায় সেখানেই বিশৃঙ্খলা তৈরি করে বলে অভিযোগ করেছে দেশটি। এমন প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

এর আগে, আজ রোমে ডব্লিউএফপি’র ভারপ্রাপ্ত প্রধান কার্ল স্কাউর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকট ও স্কুলে খাদ্য কর্মসূচি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে আশ্রিত ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন কার্ল স্কাউ।

অন্যদিকে, জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু ডংইউর কাছে তিনটি নতুন খাতে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোমে সংস্থাটির সদর দফতরে দ্বিপক্ষীয় এই বৈঠকে গভীর সমুদ্র মৎস্য আহরণ ও মাছ প্রক্রিয়াজাতকরণে সক্ষমতা বৃদ্ধি, ফল রফতানির জন্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত প্রযুক্তির উন্নয়ন এবং ফসল-পরবর্তী ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, স্বল্পমূল্যের বহনযোগ্য কোল্ড স্টোরেজ সুবিধা প্রতিষ্ঠা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশকে ‘উচ্চ কর্মদক্ষ দেশ’ হিসেবে উল্লেখ করে এফএও মহাপরিচালক বলেন, কারিগরি সহায়তা, উদ্ভাবনে বাংলাদেশকে সহায়তা দিয়ে যাবে সংস্থাটি।

ঠিকানা/এএস 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041