চুয়াডাঙ্গায় মদ্যপানে ৬ জনের মৃত্যু

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০০:১৪ , অনলাইন ভার্সন
চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহে মদ্যপানে ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়া অসুস্থ হয়ে আলিম উদ্দিন নামের আরও এক দিনমজুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১২ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে ডিঙ্গেদহ বাজারে কয়েকজন মিলে অ্যালকোহল পান করেন। এর পরই বিভিন্ন সময় একে একে ৬ জন মারা গেছেন। রোববার অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পরই বিষয়টি প্রকাশ্যে আসে। আমরা বিষয়টি নিয়ে সবার বাড়িতে যাচ্ছি। বিস্তারিত পরে জানাব।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041