এ বি এম মনিরুজ্জামান সভাপতি ও শামসুর রহমান শামস সাধারণ সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১৪:২৪ , অনলাইন ভার্সন
বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি (বিজেইউ) ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬৬ সদস্যের নাম ৩ অক্টোবর (শুক্রবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি অভিজাত হোটেলে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। দৈনিক সংবাদ দিগন্তের সম্পাদক এ বি এম মনিরুজ্জামানকে সভাপতি এবং দৈনিক সবুজ বাংলার ব্যবস্থাপনা সম্পাদক ও ঠিকানা নিউজের অনলাইন এডিটর শামসুর রহমান শামসকে সাধারণ সম্পাদক করা হয়। 
এ বি এম মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং শামসুর রহমান শামসের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সত্যকথা প্রতিদিনের সম্পাদক মো. শফিকুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সোনালী কণ্ঠের বিশেষ প্রতিনিধি মো. মাহবুব আলম চৌধুরী জীবনকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, দৈনিক সোনালী কণ্ঠের স্টাফ রিপোর্টার মো. অলি উদ্দিন মিলনকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠিত হয়।
কমিটিতে অপরাধ বিচিত্রা’র সম্পাদক এস এম মোরশেদ, দৈনিক পূর্বাভাসের সম্পাদক মোমেনি মেহেদি, সাপ্তাহিক জনতার গোয়েন্দা’র সম্পাদক মোহাম্মদ মহসিন, দেশেরপত্রের নির্বাহী সম্পাদক শামসুল হুদা, টাঙ্গাইল দর্পনের সম্পাদক আবু তাহের, পতাকা২৪ডকম-এর সম্পাদক মির্জা আমীন আহমেদকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। 

বক্তব্য রাখছেন বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামসুর রহমান শামস

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত সদস্যরা হলেন- কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার শাহাদাত স্বপ্নন, দৈনিক সংবাদ দিগন্তের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুহুল আমীন, বাংলাদেশ টেলিভিশনের স্টাফ রিপোর্টার নার্গিস জুঁই, দৈনিক পূর্বাভাসের সাব-এডিটর শান্তা ফারজানা, দৈনিক চৌকসের নির্বাহী সম্পাদক মো. ইদ্রিস মাস্তান, দৈনিক সংবাদ দিগন্তের সিনিয়র স্টাফ রিপোর্টার সাকিবুল হাসান, ডেইলি ইকোনোমিক এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার মো. আশরাফ উদ্দিন মুকুল, আওয়াজ জাস্টিজের ব্যবস্থাপনা সম্পাদক আসমা খন্দকার। নির্বাচিত 
সহ-সাংগঠনিক সম্পাদকরা হলেন- দেশবার্তা২৪.কম-এর সম্পাদক গাজী সাইফুল, দৈনিক আলোকিত বাংলাদেশের অনলাইন ইনচার্জ হাসান আল বান্না, সাপ্তাহিক আশ্রয়-এর স্টাফ রিপোর্টার নাসিমুল হাসান নাহিদ, সৃষ্টি নিউজ-এর সম্পাদক প্রভাষক মো. মোখলেসুর রহমান,  দেশকালডটকম-এর মফস্ফল ইনচার্জ লিয়াকত আমিনী। 
এছাড়া দ্য পিপল-এর নিউজ রুম ইনচার্জ মো. মাহাবুব আলম মানিক সহ-কোষাধাক্ষ্য, দৈনিক আমাদের কণ্ঠের সিনিয়র রিপোর্টার মো. শাহীন চৌধুরী প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক যুগের কণ্ঠস্মরের ভারপ্রাপ্ত সম্পাদক রিয়াজুল ইসলাম সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক প্রতিদিনের সংবাদের চীফ ফটোজার্নালিস্ট মুঈদ খন্দকার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক সবুজ বাংলাদেশের স্টাফ রিপোর্টার সুবর্ণা মল্লিক স্বর্ণা সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মোহনা টিভি’র স্টাফ রিপোর্টার তসলিম আহমেদ দপ্তর সম্পাদক, দৈনিক সংবাদ মোহনার বার্তা সম্পাদক জাহাঙ্গীর এইচ সিকদার সহ-দপ্তর সম্পাদক, দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার আল মামুন আকন্দ আইন-বিষয়ক সম্পাদক, দৈনিক দেশেরপত্রের স্টাফ রিপোর্টার তসলিম উদ্দিন সহ-আইন বিষয়ক সম্পাদক, দৈনিক সোনালী কণ্ঠের নির্বাহী সম্পাদক তানভীর আহমেদ শাহীন আন্তর্জাতিক বিষয় সম্পাদক, বাংলা এডিশনের আন্তর্জাতিক ডেস্ক ইনচার্জ বাদল হোসাইন সহ-আন্তর্জাতিক বিষয় সম্পাদক, ক্রাইম নিউজবিডি২৪ডটকম-এর বার্তা সম্পাদক ফারুক আহমেদ শিমুল মানবাধিকার বিষয়ক সম্পাদক, দৈনিক চৌকসের স্টাফ রিপোর্টার, মো. লুৎফুর রহমান সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক, বাংলা এডিশনের সিনিয়র রিপোর্টার আশিক আহমেদ সাংবাদিক কল্যাণ ও প্রশিক্ষণ সম্পাদক, ইনসাফ নিউজের সম্পাদক জেসমিন জুঁই সহ-সাংবাদিক কল্যাণ ও প্রশিক্ষণ সম্পাদক, দৈনিক রূপালী বাংলাদেশের সিনিয়র সাব-এডিটর মুশফিকুর রহমান বাদল শিক্ষা ও গবেষণা সম্পাদক, শিক্ষা-শিল্প-সংবাদের কে এম নাজমুল হাসান সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক, বাংলা ট্রিউবিনের স্টাফ রিপোর্টার সাইফ আসরাফ সুবর্ণ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ক্রাইম নিউজবিডি২৪ডটকম-এর ব্যবস্থাপনা সম্পাদক মো. সোহেল পাটোয়ারী সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়।
দৈনিক বঙ্গজননী’র বার্তা সম্পাদক মো. আলমগীর হোসেন সিনিয়র নির্বাহী সদস্য এবং ঢাকা ক্রাইম নিউজ২৪ডকম-এর সম্পাদক মো. সোহেল রানা, দৈনিক মুক্তখবর-এর স্টাফ রিপোর্টার চুন্নু চৌধুরী, দৈনিক সবুজ বাংলা’র সাব-এডিটর সুপেন রায়, দৈনিক আমার সময়ের স্টাফ রিপোর্টার শাহ আলম, দৈনিক পূর্বাভাসের স্টাফ রিপোর্টার রেজাউল করিম, দৈনিক সবুজ বাংলার অনলাইন ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ক্রাইম পেট্রলের স্টাফ রিপোর্টার মো. আলমগীর হোসেন, আজকের দেশ.কম-এর সম্পাদক খন্দকার আমিনুল ইসলাম বাদশা, দৈনিক বর্তমান কণ্ঠের প্রধান সম্পাদক এস এম সাগর চৌধুরী, দৈনিক সবুজ বাংলা’র স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, দৈনিক তৃতীয় মাত্রার বিশেষ প্রতিনিধি রিয়াজ মোরশেদ মাসুদ, দেশবার্তা২৪ডটকম-এর রিপোর্টার নিয়াত চৌধুরী, দৈনিক আমার বার্তার স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান, দৈনিক ডেসটিনির স্টাফ রিপোর্টার মোহাম্মদ খোকা, দৈনিক সবুজ বাংলা’র স্টাফ রিপোর্টার টিপু সুলতান, বাংলা এডিশনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ সুজন মাহমুদ, জনতার জমিনের বার্তা সম্পাদক মো. সুমন আলী, দৈনিক সকালের সময়ের স্টাফ রিপোর্টার মো. জাহাঙ্গীর আলম শাহীন, দৈনিক আমার বার্তার মাল্টিমিডিয়া রিপোর্টার মো. হাবিবুল্লাহ মীর, দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার নুরজাহান ইসলাম লামইয়া, ঠিকানা নিউজের সিনিয়র রিপোর্টার তুহিন আহমদ পায়েল নির্বাহী সদস্য নির্বাচিত হয়।
এদিকে প্রাপ্ত তথ্য মতে, ২০২৪ সালে বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন কারণে কালক্ষেপণ করে অবশেষে ৩রা অক্টোবর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলো। 
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সকলকে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041