নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান 

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৬:০২ , অনলাইন ভার্সন
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল-বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। যুক্তরাষ্ট্রের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে আজ ২ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ কথা বলেছেন।  

হুমায়ুন কবির বলেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে। হি উইল বি লিডিং বিএনপি কামিং ইলেকশন।

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, যেহেতু তিনি দলের নেতৃত্ব দেবেন সেজন্য উনার দেশে আসাটাতো স্বাভাবিক। উনি আসবেন। ডেট যখন ফিক্সড হবে তখন আপনারা জানতে পারবেন।

২০০১ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেয়। সেই সময়ে নির্বাচনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারেক রহমান। এবার তিনিই নির্বাচনে দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন।

বিএনপি প্রতিষ্ঠার পরে ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রথম অংশ নেয়। সেই নির্বাচনে ২০৭ আসন নিয়ে জয়লাভ করেন যার নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান। তার মৃত্যুর পরে দলের হাল ধরেন খালেদা জিয়া। তার নেতৃত্বে বিএনপি ১৯৯১ সালে পঞ্চম, ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম, ২০০১ সালে অষ্টম এবং ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে অংশ নেয়।

২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দির পরে এই বছরে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নেয়। এই জোটের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন।

প্রবাসীদের দাবি-দাওয়া সম্পর্কে এক প্রশ্নের হুমায়ুন কবির বলেন, প্রধান উপদেষ্টা ইউএন ন্যাশনাল অ্যাসেম্বলিতে বলেছেন, তার বক্তব্যে বিষয়টা প্রাধান্য পেয়েছে। আমরা বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি প্রবাসীদের দাবি-দাওয়া সমর্থন করেছি, যাতে এটা কার্যকর হয়।

গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জেএফকে বিমান বন্দরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে অংশগ্রহণকারী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা হেনস্তা হওয়ার ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, ডিম ছুঁড়ে মারার ঘটনা এটাতে দেশের ভাবমূর্তি নষ্ট করে না বরং আওয়ামী লীগের ফ্যাসিস্ট চরিত্র তা আবার প্রমাণিত হয়েছে। এর মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে যে, এদেরকে কীসের জন্য বাংলাদেশে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এটা যে সঠিক সিদ্ধান্ত ছিল তা প্রমাণ হয়েছে।

হুমায়ুন কবির  বলেন, এটা সরকারের কর্ডিনেশনের ত্রুটি, অ্যাম্বেসির কর্ডিনেশনের ত্রুটি। বেসিক্যালি যারা ওখানে প্রটোকলের দায়িত্বে ছিলেন।

এ সময় নিউইয়র্ক সফর ‘সফল’ হয়েছে বলেও উল্লেখ করেন তারেক রহমানের এই উপদেষ্টা।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041