বিএনপি মহাসচিবের সঙ্গে ক্যাথেরিন সিছিলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০০:৩৬ , অনলাইন ভার্সন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ক্যাথেরিন সিছিল।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ডিআইর প্রিন্সিপাল ডিরেক্টর ড. মো. আব্দুল আলিম, ডিপুটি চিফ অব পার্টি আমিনুল এহসান উপস্থিত ছিলেন।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041