
দখলদার ইসরায়েলের ইলাত শহরের একটি হোটেলের সামনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ড্রোনটি হোটেলের প্রবেশদ্বারে এসে পড়ে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্যকর্মীরা।
টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে জানা গেছে, এই হামলার পেছনে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইলাত শহরটি ইসরায়েলের সর্বদক্ষিণে অবস্থিত এবং এটি একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র।
এদিকে ফিলিস্তিনের গাজা সিটিতে দখলদার ইসরায়েলের লাগাতার বিমান ও ড্রোন হামলায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ঘনবসতিপূর্ণ এই শহরে বিস্ফোরক-বোঝাই রোবট দিয়ে ভবন ধ্বংস করছে ইসরায়েলি বাহিনী। এতে হাজারো মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।
মধ্য গাজা থেকে আল-জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, মানুষ এখন যেকোনো উপায়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার চেষ্টা করছে। তিনি জানান, আহত এক ব্যক্তিকে একটি ঠেলাগাড়িতে করে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ সেখানে চিকিৎসা দেওয়ার আর সুযোগ নেই।
গাজা থেকে আসা এক ব্যক্তি তাকে বলেন, সারাক্ষণ আকাশ থেকে বোমা বর্ষণ করা হচ্ছে। ইসরায়েলি সেনারা রিমোট কন্ট্রোলে বিস্ফোরক চালিয়ে বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে।
ঠিকানা/এনআই
টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে জানা গেছে, এই হামলার পেছনে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইলাত শহরটি ইসরায়েলের সর্বদক্ষিণে অবস্থিত এবং এটি একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র।
এদিকে ফিলিস্তিনের গাজা সিটিতে দখলদার ইসরায়েলের লাগাতার বিমান ও ড্রোন হামলায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ঘনবসতিপূর্ণ এই শহরে বিস্ফোরক-বোঝাই রোবট দিয়ে ভবন ধ্বংস করছে ইসরায়েলি বাহিনী। এতে হাজারো মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।
মধ্য গাজা থেকে আল-জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, মানুষ এখন যেকোনো উপায়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার চেষ্টা করছে। তিনি জানান, আহত এক ব্যক্তিকে একটি ঠেলাগাড়িতে করে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ সেখানে চিকিৎসা দেওয়ার আর সুযোগ নেই।
গাজা থেকে আসা এক ব্যক্তি তাকে বলেন, সারাক্ষণ আকাশ থেকে বোমা বর্ষণ করা হচ্ছে। ইসরায়েলি সেনারা রিমোট কন্ট্রোলে বিস্ফোরক চালিয়ে বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে।
ঠিকানা/এনআই