
এশিয়া কাপে 'বি' গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই ম্যাচে নজর থাকবে আরও একটি দলের। সেই দলের নাম বাংলাদেশ। কারণ শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে লিটন কুমার দাসদের সুপার ফোরে খেলার ভাগ্য।
পরিস্থিতি সহজ শ্রীলঙ্কার জন্য-তারা যদি ম্যাচ জিতে যায়, তাহলে গ্রুপের শীর্ষ দুইয়ে থেকে বাংলাদেশকেও সঙ্গে নিয়ে পরের রাউন্ডে যাবে। আর তাই আফগানদের বিপক্ষে লঙ্কানদের জয় চায় বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশকে আশ্বস্ত করেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লঙ্কান তারকাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি জানান, তারাও আফগানিস্তানকে হারিয়েই সুপার ফোরে যেতে চান।
আফগানিস্তান জিতলেও বাংলাদেশের সুযোগ থাকবে সুপার ফোরে যাওয়ার। কিন্তু এক্ষেত্রে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারতে হবে। বলা যায় লঙ্কানদের জয়ই এখন টাইগারদের সুপার ফোরে তুলতে সক্ষম। আর তাই আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে বাংলাদেশ থাকবে শ্রীলঙ্কার পক্ষে।
এ প্রসঙ্গে শানাকা বলেন, 'দেখুন, আমাদের জন্য প্রতিটি ম্যাচই বিগ গেম। মাঠে নামি এমন প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাংলাদেশের সমর্থকরাও আমাদের জয়ের অপেক্ষা করছে। আমরাও আফগানিস্তানকে হারাতে চাই। আফগানিস্তান অনেক ভালো, উঁচু মানের দল। তাদের হারাতে পারলে আমাদের জন্য ভালোই হবে।'
ঠিকানা/এএস
পরিস্থিতি সহজ শ্রীলঙ্কার জন্য-তারা যদি ম্যাচ জিতে যায়, তাহলে গ্রুপের শীর্ষ দুইয়ে থেকে বাংলাদেশকেও সঙ্গে নিয়ে পরের রাউন্ডে যাবে। আর তাই আফগানদের বিপক্ষে লঙ্কানদের জয় চায় বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশকে আশ্বস্ত করেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লঙ্কান তারকাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি জানান, তারাও আফগানিস্তানকে হারিয়েই সুপার ফোরে যেতে চান।
আফগানিস্তান জিতলেও বাংলাদেশের সুযোগ থাকবে সুপার ফোরে যাওয়ার। কিন্তু এক্ষেত্রে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারতে হবে। বলা যায় লঙ্কানদের জয়ই এখন টাইগারদের সুপার ফোরে তুলতে সক্ষম। আর তাই আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে বাংলাদেশ থাকবে শ্রীলঙ্কার পক্ষে।
এ প্রসঙ্গে শানাকা বলেন, 'দেখুন, আমাদের জন্য প্রতিটি ম্যাচই বিগ গেম। মাঠে নামি এমন প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাংলাদেশের সমর্থকরাও আমাদের জয়ের অপেক্ষা করছে। আমরাও আফগানিস্তানকে হারাতে চাই। আফগানিস্তান অনেক ভালো, উঁচু মানের দল। তাদের হারাতে পারলে আমাদের জন্য ভালোই হবে।'
ঠিকানা/এএস