মজুমদার ফাউন্ডেশনের ব্যাক টু স্কুল ইভেন্ট অনুষ্ঠিত

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৬ , অনলাইন ভার্সন
বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে মজুমদার ফাউন্ডেশনের সপ্তম ব্যাক টু স্কুল ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে ব্রঙ্কসের ১৮৮৮ ওয়েচেস্টার অ্যাভিনিউতে স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুলসামগ্রী সাপ্লাই ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ২৭ আগস্ট রোববার বেলা ১২টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত স্কুল সাপ্লাই-বুক, ব্যাগ, খাদ্য, ফলমূল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিকেল পাঁচটা থেকে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।
মজুমদার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সপ্তম বার্ষিক স্কুল সাপ্লাই সবার জন্য উন্মুক্ত রাখা হয়। সেখানে বিভিন্ন বয়সী স্টুডেন্ট এবং তাদের অভিভাবকদের অনেকেই উপস্থিত হয়ে স্কুলসামগ্রী গ্রহণ করেন। বেলা ১২টার আগে থেকেই ব্রঙ্কসের ওয়েচেস্টার অ্যাভিনিউতে মানুষ আসতে শুরু করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এন মজমুদার, অ্যাটর্নি রাশেদ মজুমদার, মইনুল হক চৌধুরী হেলাল, অ্যাটর্নি ব্রুশ ফিশারসহ অন্যান্য নেতৃবৃন্দ।


অনুষ্ঠানটির সৌজন্যে ছিল পার্কচেস্টার মেডিকেল, কেয়ারিং ফ্রেন্ড ডাইরেক্ট ইনক হোম কেয়ার, ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশন, ব্রঙ্কস সিবি-৯, ব্রঙ্কস ডকস, এনওয়াইপিডি প্রিসিঙ্কট ৪৩, র‌্যাপফোরব্রঙ্কস.ওআরজি, দ্য স্কাইলাইন চ্যারিটেবল ফাউন্ডেশন, টিএমআইএওসি, জেমকেয়ার, ওয়েচেস্টার মেডিকেল, এমসিগ্রো ফার্মেসিসহ বিভিন্ন প্রতিষ্ঠান। মোহাম্মদ এন মজুমদার বলেন, আমরা ১২০০ মানুষের মধ্যে স্কুল সাপ্লাই এবং খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এসব গ্রহণকারীদের মধ্যে বাংলাদেশি থাকলেও সবচেয়ে বেশি ছিল হিসপানিক ও আফ্রিকান। আমরা কমিউনিটি বোর্ডের মাধ্যমে এবার বেশি প্রচার করেছি। এ কারণে বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য কমিউনিটির লোকজনও এসেছেন। আমরা খুবই খুশি যে এত মানুষের মধ্যে খাবার ও স্কুল সাপ্লাই দিতে পেরেছি। দাতা সংস্থা হান্টস পয়েন্ট সুপার মার্কেট, র‌্যাপ-ফোর ও ইনকা খাবার দিয়েছে। তারা ৫০ হাজারের বেশি মূল্যমানের খাবার দিয়েছে। এর মধ্যে ফ্রুুটসসহ বিভিন্ন ধরনের খাবার ছিল। যারা খাবার নিয়েছেন, একসঙ্গে এত বেশি খাবার পেয়ে তারাও খুবই খুশি হয়েছেন। আগামীতে আরও বড় পরিসরে খাবার বিতরণ করার আশা রাখছি। এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর ন্যাটালিয়া ফার্নান্দেজ, নিউইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার আমান্দা ফারিয়াজ, লন্ডনের ক্যামডন মেয়র নাজমা রহমান, লন্ডনের বিশেষ ব্যক্তিত্ব ওয়ালী তাসের। এ ছাড়া ব্রঙ্কস বরো প্রেসিডেন্টের অফিসের প্রতিনিধি ও সিটি মেয়র অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান আলী, মঞ্জুর চৌধুরী জগলু, আব্দুর রহিম বাদশা, সার্জেন্ট বেলাল, ইসলাম মামুন, আব্দুল গাফ্ফার চৌধুরী, অ্যাথলেটিক ফেডারেশনের সেক্রেটারি আব্দুর রকিব মিন্টু, আব্দুল হাকিম হাসনু, নজরুল হক, প্রফেসর সৈয়দ আজাদ, কামাল উদ্দিন, ফাহমিদা চৌধুরী, জামাল হোসেন, নাজনীন রহমান, ফাহমিদা চৌধুুরী, তাহমিনা চৌধুরী, ফরিদা ইয়াসমিন, নাসরীন নাহার, নাসরীন সুলতানা, রোকেয়া চৌধুরী, নুসরাত ফারিয়া, নূসরাত জাহান, নূসরাত নূর, সুলতানা রহমান, নাসরীন মঞ্জু, ব্রঙ্কসের অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রাশেদ মজুমদার, রেক্সোনা মজুমদার, রেজা আব্দুল্লাহ প্রমুখ।



 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041