শুদ্ধ বাংলা লেখার আহ্বান জানিয়ে গণস্বাক্ষর সংগ্রহ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৮ , অনলাইন ভার্সন
নিউইয়র্র্কে বিভিন্নভাবে ভুল বাংলা লেখা হচ্ছে। বিশেষ করে বিভিন্ন বিজ্ঞাপনে অহরহ ভুল বানান যাচ্ছে। এর শুদ্ধ বাংলা লেখার আহ্বান জানিয়ে গণস্বাক্ষর সংগ্রহ পাশাপাশি অনেকেই ভুল বানান লিখেন। এই বাংলা বানান যাতে ভুল ভাবে লেখা না হয়, সেই জন্য সবাইকে বাংলা বানান শুদ্ধ করে লেখার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। 
গাইবান্ধা সোসাইটি ইউএসএ ইনক এবং শাহ ফাউন্ডেশনের উদ্যোগে এই রকম একটি গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। তাদের উদ্দেশ্য ছিল, শুদ্ধ করে বাংলা লেখার প্রচলন। নিউইয়র্কে বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানে বাংলা বানান ও বাক্য বিকৃতভাবে ব্যবহার হচ্ছে। শুদ্ধভাবে বাংলা লেখার আহ্বান জানিয়ে তিনদিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হলো।
২৬,২৭ ও ২৮ আগস্ট বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটস ও জ্যামাইকায় গণস্বাক্ষর কর্মসূচিতে শত শত প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
গাইবান্ধা সোসাইটি আয়োজিত এবং শাহ্ ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মসূচীর উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা,একুশে পদকপ্রাপ্ত রথীন্দ্রনাথ রায় এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ।  
শুদ্ধভাবে বাংলা ব্যবহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহণ করতে, শেষ দিন গণস্বাক্ষরের প্রতীকী চিঠি আনুষ্ঠানিক ভাবে নিউইয়র্ক কনস্যুলেট অফিসের ডেপুটি কনসাল জেনারেল নাজমুল আহসান এবং নিউইয়র্ক সিটি মেয়র এরিখ এডামসের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মানের হাতে তুলে দেয়া হয়। 
সংগঠনের সভাপতি আব্দুল আউয়াল দুলালের সভাপতিত্বে দুইদিন আলোচনায় অংশ নেন বর্ষীয়ান সাংবাদিক মুহম্মদ ফজুলর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস,মুলধারার রাজনীতিক মোর্শেদ আলম,বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার, হুসনে আরা বেগম, সাংস্কৃতিক কর্মী মুজাহিদ আনসারী,সম্মিলিত সাংস্কৃতিক জোটের মিথুন আহমেদ, শাহ ফাউন্ডেশনের সিইও শাহ্ জে.চৌধুরী, প্রগ্রেসিভ ফোরামের জাকির হোসেন বাচ্চু, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, বিশিষ্ট্য ব্যবসায়ী আসেফ বারী টুটুল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রাব্বী সৈয়দ, সাংবাদিক মাহফুজুর রহমান,ছাত্র নেতা জাহাঙ্গীর হোসেন,  শফিউল আজম প্রমূখ। স্বাগত বক্তব্য দেন গাইবান্ধা সোসাইটির সাধারণ সম্পাদক রেজা রহমান।
শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহার করার উদ্যোগ নেয়ার জন্য গাইবান্ধা সোসাইটিকে অভিনন্দন জানিয়ে বক্তরা বলেন, নিউইয়র্কে শিক্ষা,স্বাস্থ্য,নির্বাচন কমিশন,পরিবহন বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বছরের পর বছর ধরে বাংলা ভাষা ভুলভাবে লেখা হচ্ছে। এসব প্রতিটি বিভাগে তাদের ভুলগুলো শুধরে নেয়ার জন্য, তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
গণসংযোগে অংশ গ্রহণ করেন নাজমা শওকত, প্রতীমা সরকার, তানি রহমান, তুহিন মাহফুজ, প্রশান্ত সরকার,মুক্তি সরকার, মনিরুজ্জামান মনির, লিপন প্রমূখ। গণস্বাক্ষর কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দীলিপ মোদক বলেন, ৫২ সালে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে পেরেছি। সেই ভাষা বিদেশের মাটিতে বিকৃতভাবে হলে,আমরা আহত হই। যার জন্য আমরা ভাষা শুদ্ধ করে লেখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সদস্য সচিব ফাহমিদা চৌধুরী লুনা বলেন, নিউইয়র্ক স্টেটের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলা অশুদ্ধভাবে ব্যবহার করা হচ্ছে,তা রাতারাতি ঠিক করা সম্ভব না। তাই আমরা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনদিনের গণস্বাক্ষর কর্মসূচিতে দেড়সহস্রাধিক প্রবাসী বাংলাদেশী স্বাক্ষর করেছেন বলে জানান আয়োজক সংগঠন। তারা আরও জানান, সিটির মেয়রকে নিউইয়র্ক স্টেটের সর্বস্তরে বাংলা শুদ্ধভাবে লেখার আহবান জানানোর জন্য নিউইয়র্ক সিটির মেযরকে গণস্বাক্ষর কর্মসূচির চিঠি প্রদান করা হবে।

 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078