ভাঙ্গায় হামলা-ভাঙচুর, ইসির হস্তক্ষেপ চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের চিঠি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৬ , অনলাইন ভার্সন
ফরিদপুর-২ আসনে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে স্থানীয় লোকজন। তারা নিয়মিত সড়ক অবরোধ করছে। সহিংসতা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সবমিলিয়ে ওই এলাকায় উত্তেজনা পৌঁছেছে চরমে। এমন প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে সংসদীয় আসন পুনর্বিন্যাসে ইসিতে জরুরি চিঠি পাঠিয়েছেন ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেট।

সম্প্রতি ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা ইসির সিনিয়র সচিব আখতার আহমেদকে এ চিঠি দিয়েছেন। ইসি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

চিঠিতে বলা হয়েছে, ফরিদপুর-২ এবং ফরিদপুর-৪ এর সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ করা হয়। উক্ত তালিকায় ফরিদপুর-৪ এর অন্তর্গত দুটি ইউনিয়ন, আলগী ও হামিরদী জাতীয় সংসদীয় আসন ফরিদপুর-২ এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তালিকা প্রকাশিত হওয়ার ফলে গত ৪ সেপ্টেম্বর থেকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নসহ ভাঙ্গা উপজেলার সাধারণ জনগণ ওই আসন বিন্যাস বাতিলের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকে।

ফলশ্রুতিতে ক্রমান্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। সর্বশেষ ১৫ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, ভাঙ্গা থানা, হাইওয়ে পুলিশের কার্যালয় ও সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ছাড়া বিক্ষোভকারীরা সড়ক ও রেলপথ অবরোধ করে রাখে। তার পরিপ্রেক্ষিতে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সাথে যোগাযোগ ব্যাহত হওয়ার কারণে সাধারণ জনগণকে তীব্র ভোগান্তির মধ্যে পড়তে হয়। বিক্ষোভকারীরা তাদের দাবির সমর্থনে কর্মসূচি অব্যাহত রেখেছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনের ভাঙ্গা হতে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সাথে যুক্ত করে সংসদীয় আসন পুনর্নির্ধারণের বিষয় দুটি সংসদীয় আসনের জনগণ মেনে নিতে পারেনি। ওই দুটি আসনের সর্বস্তরের জনগণ এ আন্দোলনের সাথে যুক্ত রয়েছে মর্মে জানা যায়। এ পরিপ্রেক্ষিতে সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিষয়টি পুনর্বিবেচনা করা না হলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতির আশঙ্কা রয়েছে।

চিঠি বলা হয়েছে, জাতীয় সংসদীয় আসন ২১২ ফরিদপুর- ২ (নগরকান্দা ও সালথা) এর অন্তর্গত ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগী ও হামিরদীকে জাতীয় সংসদীয় আসন ২১৪ ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) এর মধ্যে পুনরায় অন্তর্ভুক্ত করে জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনার করার জন্য।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041