
রাজধানীর দারুসসালাম থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে টেকনিক্যাল মোড় এলাকায় এসব নেতাকর্মী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
দারুসসালাম থানা সূত্র জানায়, পুলিশের টহল দল এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১২ জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা ঘটনাস্থল ত্যাগ করে।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন। জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নাটোর জেলার বড় বড়াই গ্রামের যুবলীগের সক্রিয় সদস্য মো. আল আমিন (৩২), আওয়ামী লীগের মো. আক্কাস মিয়া (৫২), চাঁদপুর সদর ১২ নম্বর চন্দ্রা ইউনিয়নের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. সোহাগ মাঝি (৩৮) সহ ১১ জন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝটিকা মিছিলের আয়োজন এবং গ্রেপ্তার নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঠিকানা/এনআই
দারুসসালাম থানা সূত্র জানায়, পুলিশের টহল দল এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১২ জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা ঘটনাস্থল ত্যাগ করে।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন। জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নাটোর জেলার বড় বড়াই গ্রামের যুবলীগের সক্রিয় সদস্য মো. আল আমিন (৩২), আওয়ামী লীগের মো. আক্কাস মিয়া (৫২), চাঁদপুর সদর ১২ নম্বর চন্দ্রা ইউনিয়নের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. সোহাগ মাঝি (৩৮) সহ ১১ জন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝটিকা মিছিলের আয়োজন এবং গ্রেপ্তার নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঠিকানা/এনআই