ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশো

দিনবদলের ডাকসু গড়ার প্রত্যাশা চার ভিপি প্রার্থীর

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫২ , অনলাইন ভার্সন
ঠিকানা টিভি ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন এক পরিসর তৈরি হবে, যেখানে রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে নিপীড়নের মুখে পড়তে হবে না। শিক্ষার্থীদের সব অধিকার নিশ্চিত করা হবে। যেখানে থাকবে না কোনো লিঙ্গবৈষম্য। যেখানে থাকবে সম্প্রীতির এক পরিবেশ। এভাবেই দিনবদলের এক ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) গড়ার অঙ্গীকার করলেন এই নির্বাচনে অংশ নেওয়া চারজন সহসভাপতি (ভিপি) প্রার্থী। তারা হলেন জাতীয়তাবাদী ছাত্রদলের আবিদুল ইসলাম খান, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবদুল কাদের, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন।

৮ সেপ্টেম্বর সোমবার ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোটিতে অতিথি ছিলেন তারা। নিউইয়র্ক সময় বেলা ১২টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) আলোচনা অনুষ্ঠানটি সরাসরি দেখা গেছে ঠিকানায় খালেদ মুহিউদ্দীন ইউটিউব চ্যানেলে। নিজ নিজ নির্বাচনের প্রস্তুতি, প্রত্যাশা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে কথা বলেন চারজন অতিথি।

৯ সেপ্টেম্বর মঙ্গলবার ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে। সব প্রার্থী জয়ের আশা করছেন, জানালেন এমন কথা। কিন্তু ফলাফল নেতিবাচক হলেও মেনে নিতে প্রস্তুত কি না, জানতে চান ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীন।

এ প্রসঙ্গে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, ‘সব ভোটারের প্রতি আহ্বান থাকবে, আপনারা কেন্দ্রে আসেন। সুষ্ঠু প্রক্রিয়ায় ভোট চলুক। ফলাফল যা-ই হোক, তা মেনে নেওয়ার ব্যাপারে আমি ইতিবাচক।’

অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি সবার আগে জাতীয় নির্বাচন দাবি করে আসছিল। এমন পরিস্থিতিতে ডাকসু নির্বাচন অপ্রত্যাশিতভাবে সামনে এসেছে কি না, জানতে চাইলে জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ‘আমরা ডাকসু নির্বাচন চাইনি, এটা সম্পূর্ণ অপপ্রচার। ট্যাগিং করার প্রবণতা থেকেই প্রতিপক্ষ এটা ছড়িয়েছে। আমরা এখানে দলীয় চিন্তাধারায় প্রবেশ করতে চাই না। ডাকসু বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়ার সাথেই আমরা ছিলাম ও আছি।’

এদিকে নির্বাচনী প্রচারের মধ্যে সম্প্রতি বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আবদুল কাদের মন্তব্য করেছেন, নির্বাচনে জয়ের চেয়ে বেঁচে থাকাই এখন মুখ্য বিষয়। এর ব্যাখ্যা দিতে গিয়ে ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে তিনি বলেন, একটি পক্ষ থেকে ক্রমাগত অনলাইনে বুলিং করা হচ্ছে, ক্রমাগত আক্রমণ করা হচ্ছে। একটা পর্যায়ে তার মাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। এটা আর সহ্য করতে না পেরে বেঁচে থাকার মতো বিষয় সামনে এনেছেন। যারা ‘রাজাকার’ শব্দটি স্বাভাবিক করতে চায়, ইতিবাচকভাবে দেখাতে চায়, তারাই হুমকিদাতা বলে দাবি করেন তিনি।

ডাকসুকে ঘিরে এখন পর্যন্ত যে ছাত্ররাজনীতির চর্চা হয়, তাতে মূলত জাতীয় রাজনীতির ছায়া থেকে যাচ্ছে। ডাকসু যেন দেশের দ্বিতীয় এক সংসদ। এই প্রবণতা থেকে বের করে ডাকসুকে শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব করে গড়া হবে, এই স্বপ্ন দেখেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা রকম আইডিয়ার চর্চা হবে। সেটা দেশি হতে পারে, বিদেশি হতে পারে। যাতে একাডেমিক বিষয় মুখ্য থাকবে। কিন্তু আমাদের এখানে কেন্দ্রীয় রাজনীতির প্রক্সি রাজনীতি হয়। এর বদলে আমরা এমন ছাত্ররাজনীতি চাই, যেখানে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা হবে। শিক্ষার পলিসি কীভাবে উন্নয়ন করা যায়, সেটা নিয়ে কথা হবে। ডাকসুকে এভাবেই আমরা সক্রিয় করতে চাই।’

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041