শম্পা ঘোষ
প্রশ্রয়হীন উদাসী দুপুর সরলরেখায় বিস্তৃত ঘর
আর হিসাবে আঁকিবুঁকি,
দৃশ্যপটে উন্মোচিত হয় না
আর কোন নাটকের প্রস্তাবনা
দু-এক শব্দ ভিড় করে স্মৃতির ছায়ালীন ভস্ম,
আলতো বাতাস ছুঁয়ে যায় সেই ভস্মের আগুন তাতে,
তোমাকে ভাবতে গিয়ে অকালবর্ষা নামে চোখে।
প্রশ্রয়হীন উদাসী দুপুর সরলরেখায় বিস্তৃত ঘর
আর হিসাবে আঁকিবুঁকি,
দৃশ্যপটে উন্মোচিত হয় না
আর কোন নাটকের প্রস্তাবনা
দু-এক শব্দ ভিড় করে স্মৃতির ছায়ালীন ভস্ম,
আলতো বাতাস ছুঁয়ে যায় সেই ভস্মের আগুন তাতে,
তোমাকে ভাবতে গিয়ে অকালবর্ষা নামে চোখে।