ট্রাম্প হোয়াইট হাউজ ছাড়ছেন না

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩০ , অনলাইন ভার্সন
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম গত ২৭ আগস্ট সতর্ক করেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের পর হোয়াইট হাউস ছাড়তে চান না এবং দেশকে স্বৈরতন্ত্রের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছেন।
পলিটিকো আয়োজিত ‘দ্য ক্যালিফোর্নিয়া অ্যাজেন্ডা: স্যাক্রামেন্টো সামিট’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,  ‘এটি গুরুতর। এই মানুষটি মুক্ত ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করেন না। তিনি দেশটিকে ধ্বংস করতে চেয়েছিলেন, গণতন্ত্রকে আগুনে পুড়িয়ে দিতে চেয়েছিলেন... আর এখন তিনি তা প্রকাশ্যেই করছেন।’
নিউজমের মন্তব্য আসে হোয়াইট হাউসের ঘোষণার পরপরই। গত মাসে জানানো হয়, সেপ্টেম্বরে শুরু হবে ২০০ মিলিয়ন ডলারের এক বিশাল বলরুম নির্মাণকাজ। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগে ২০২৯ সালের মধ্যে এই নির্মাণকাজ শেষ হবে।
এটি হবে ১৯৪৮ সালে ট্রুমান ব্যালকনি সংযোজনের পর প্রেসিডেন্ট ভবনে প্রথম বড় স্থাপত্য পরিবর্তন। ইতোমধ্যে ট্রাম্প ওভাল অফিস নতুন সাজে সোনালি স্পর্শে সজ্জিত করেছেন।
গভর্নর নিউজম অভিযোগ করেন, ট্রাম্প ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) ও বর্ডার পেট্রোলকে নিজের স্বার্থে ব্যবহার করছেন। তার ভাষায়, এই সমস্ত তহবিল এবং তথাকথিত ‘বিগ বিউটিফুল বিট্রেয়াল’-এর মাধ্যমে তৈরি হচ্ছে এক ধরনের ব্যক্তিগত পুলিশ বাহিনী, যাদের শপথ আর সংবিধানের প্রতি নয়, বরং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি।
ট্রাম্প সম্প্রতি বলেছেন, তিনি সম্ভবত তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তবে নিউজম দাবি করেন, তিনি অন্তত দুই ডজন ‘ট্রাম্প ২০২৮’ টুপি পেয়েছেন, যা স্পষ্ট ইঙ্গিত বহন করে।
তিনি আরও জানান, গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ৯০ মিনিটের বৈঠকে ট্রাম্প তাকে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের একটি ছবি দেখিয়ে ইঙ্গিত দিয়েছিলেন। রুজভেল্ট ছিলেন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করেন, যার ফলে পরবর্তীতে ২২তম সংশোধনী করা হয়। 
নিউজম ও ট্রাম্পের দ্বন্দ্ব নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে নিউজম আলোচনায় আছেন ক্যালিফোর্নিয়ার কংগ্রেস আসনের নতুন ছক আঁকতে একটি পরিকল্পনার নেতৃত্ব দিয়ে, যাতে ডেমোক্র্যাটরা ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে অন্তত পাঁচটি আসন বাড়াতে পারে। ট্রাম্পও টেক্সাসসহ রিপাবলিকান অধ্যুষিত রাজ্যগুলোকে নিজেদের সুবিধামতো মানচিত্র পুনর্নির্ধারণের আহ্বান জানিয়ে রেখেছেন।
বর্তমানে রিপাবলিকানদের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে সাত আসনের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, যদিও চারটি আসন শূন্য। যদি ডেমোক্র্যাটরা হাউস দখল করতে পারে, তবে শেষ বছরগুলোতে ট্রাম্পের কার্যক্রম অকার্যকর হয়ে পড়তে পারে।
২০২৮ সালের সম্ভাব্য ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থীদের তালিকার শীর্ষে থাকা নিউজম বলেন, আমরা বাস্তব সময়ে দেশ হারাচ্ছি। এটি কোনো অতিরঞ্জন নয়, কোনো বাগাড়ম্বর নয়- এখনই ঘটছে।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041