লেবার ডে উইকেন্ডে যুক্তরাষ্ট্রের  দুই শহরে ফোবানা সম্মেলন 

প্রকাশ : ২৮ অগাস্ট ২০২৫, ১৭:০২ , অনলাইন ভার্সন
প্রস্তুত জর্জিয়ার আটলান্টা
আটলান্টা থেকে মুজিব মাসুদ : আগামী ২৯, ৩০ ও ৩১ আগস্ট লেবার ডে উইকেন্ডে যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেটের আটলান্টা শহরে অনুষ্ঠিত হচ্ছে ফোবানার ৩৯তম সম্মেলন। এবারের ফোবানা সম্মেলনের ভেন্যু আটলান্টার অভিজাত গ্যাস সাউথ কনভেনশন সেন্টার এবং সম্মেলনের যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭ থেকে ৮ হাজার অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন বলে আশা করছে আয়োজক সংগঠন আটলান্টার ‘বাংলা ধারা’। এবারের ফোবানা সম্মেলনের আসর ঘিরে প্রবাসী বাঙালিরা মেতে উঠেছেন এক অনন্য উৎসবের আবহে।
২৯ আগস্ট শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আশিক চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন জর্জিয়া স্টেটের লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোনাস। আমন্ত্রিত শিল্পী এবং অতিথিরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন আটলান্টায়। 
এবারের সম্মেলনের মূল শ্লোগান “প্রবাস প্রজন্মের মনোনিবেশ, বিশ্বায়নে বাংলাদেশ। উত্তর আমেরিকায় বাংলাদেশিদের মধ্যে পারস্পারিক সম্পর্ক বাড়ানো, মূলধারায় সম্পৃক্ততা, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও অর্থনৈতিক পরিমল্ডলে বাংলাদেশীদের অবস্থান শক্তিশালী করাই এবারের সম্মেলন আয়োজনের মূল লক্ষ্য।এছাড়াও যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য বাড়িয়ে তোলা, নতুন প্রজন্মকে বাংলাদেশের জীবন, শিল্প-সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এই সম্মেলন আয়োজনের অন‍্যতম প্রধান উদ্দেশ্য।
উত্তর আমেরিকার ২৪টি শহর থেকে সর্বমোট ৭৪টি সংগঠন এবং সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন এবারের সম্মেলনে। নানান আয়োজনে অনুষ্ঠিতব্য তিনদিনের ফোবানা সম্মেলনে থাকবে উত্তর আমেরিকার বিভিন্ন শহরের সাংগাঠনিক সাংস্কৃতিক পরিবেশনা, বিষয় ভিত্তিক সেমিনার, বইমেলা, সাহিত্য আসর, কাব্য জলসা, বিভিন্ন পণ্যের স্টল, ইয়ুথ ফোরাম, বিজনেস নেটওয়ার্কিং ইভেন্টস, হেলথ ফেয়ার, কনস‍্যুলেট সেবা এবং বাংলাদেশের জনপ্রিয় তারকা শিল্পীদের অংশগ্রহনে সংগীতানুষ্ঠান।
সম্মেলনে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি বিষয়ভিত্তিক সেমিনার। এরমধ্যে রয়েছে ইমিগ্রেশন, মানবাধিকার ও সামাজিক-রাজনৈতিক বিষয়। প্রকৌশল, বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা। শিক্ষা, ক্যারিয়ার ও যোগাযোগে প্রযুক্তির প্রভাব। ব্যবসা ও অর্থনীতি।ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয় এবং বাংলাদেশি-আমেরিকানদের মূলধারায় সম্পৃক্ততা।এছাড়াও কবি নজরুলের অসুখ ও অন্তর নির্বাসন এবং রবীন্দ্রনাথ ও জাতীয়তাবাদ শীর্ষক দুটি সেমিনার অনুষ্ঠিত হবে এবারের সম্মেলনে।সেমিনারগুলিতে আলোচক হিসেবে অংশগ্রহণ করছেন উত্তর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিভিন্ন প্রতিষ্ঠানের গুনী ব‍্যক্তি বর্গ এবং বিশ্লেষকবৃন্দ।
তিন দিনব্যাপী এই সম্মেলনের অন্যতম আকর্ষণ থাকবে বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব খালেদ মুহিউদ্দীন এর সঞ্চালনায় “বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে গণমাধ্যমের ভুমিকা” শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান।সম্মেলনে থাকবে বইমেলা। বই মেলায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের কবি লেখক ও বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন। এছাড়াও থাকবে সাহিত্য আসর এবং কাব‍্য জলসা।কাব‍্য জলসায় বিশেষ অতিথি হিসেবে থাকছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
এবারের সম্মেলনে আটলান্টা সহ উত্তর আমেরিকার বিভিন্ন শহর থেকে প্রায় তিনশো’রও বেশী নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে, যারা বিভিন্ন বিষয় নিয়ে নানান অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক সেমিনার, ক‍্যারিয়ার ডেভেলপমেন্ট, জব ফেয়ার সহ নানান এন্টারটেইনমেন্ট ইভেন্টে ব‍্যস্ত রাখবে নিজেদের।ওমেন এমপাওয়ারমেন্ট এর উপর বিশেষ ইভেন্ট সম্মেলনের অন‍্যতম একটি আয়োজন হিসেবে প্রাধান্য পাবে এবারের সম্মেলনে।

সম্মেলনের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে একটি হাই প্রোফাইল বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট, যেখানে অংশগ্রহণ করবে উত্তর আমেরিকার বিভিন্ন বড় বড় কোম্পানির উচ্চস্তরের কর্তাব্যক্তিরা।অংশগ্রহণ করবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী ব্যবসায়ী ও উদ্যোক্তারা।আমেরিকার মূলধারার সাথে বাংলাদেশী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন তৈরী করাই হবে এই ইভেন্টের মুল লক্ষ্য।
সম্মেলনে সারাদিনের বিভিন্ন আয়োজনের পাশাপাশি বিকেল থেকেই মুল মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানে এবার উত্তর আমেরিকার বিভিন্ন শহরের ২৬টি সংগঠন পরিবেশন করবে তাদের সাংস্কৃতিক পরিবেশনা। 
২৯ আগস্ট শুক্রবার নতুন প্রজন্মের শতাধিক শিশু কিশোর ও শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনের পরপরই হবে ব‍্যান্ড নাইট, যেখানে বর্তমানের ব‍্যান্ডের গানসহ আশি ও নব্বই দশকের জনপ্রিয় গান নিয়ে দর্শক মাতাবেন উইনিং ব‍্যান্ডের চন্দন, ফিডব‍্যাক ব‍্যান্ডের রোমেল খান এবং প্রজেক্ট ব‍্যান্ড-এর বিউটি দাশ।
শনি ও রোববার সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী, রিজিয়া পারভিন, শাহনাজ বেলী, দিলশাদ কনা, প্রতিক হাসান, ক্লোজআপ ওয়ান তারকা কিশোর এবং বর্তমান সময়ের হার্টথ্রুব জনপ্রিয় তারকা শিল্পী প্রিতম হাসান।এছাড়াও থাকবেন এ প্রজন্মের জনপ্রিয় বাংলাদেশি আমেরিকান তারকা শিল্পী মোজা।
সম্মেলনের শেষদিন রোববার ফোবানার সাধারণ সভার পর ঘোষণা করা হবে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে আগামী বছরের জন‍্য নির্বাচিত নতুন কমিটির সদস‍্যদের নাম। আগামী বছর ২০২৬ সালের ৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে, যা ইতিমধ্যেই নির্ধারণ করা হয়েছে।

প্রস্তুত নিউইয়র্কের নায়াগ্রা 
ঠিকানা রিপোর্ট: ৩৯তম ফোবানা কনভেনশন-এর বর্ণিল উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৯ আগস্ট শুক্রবার নিউইয়র্কের সীমান্তবর্তী নায়াগ্রা সিটির অভিজাত হোটেল শেরাটনে। ২৯, ৩০ এবং ৩১ আগস্ট লেবার ডে উইকেন্ডে ফোবানার এই সম্মেলনকে ঘিরে সাজসাজ রব পড়েছে। তিনদিনের এই কনভেনশনে অংশগ্রহণ করবেন যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশ থেকে আসা আমন্ত্রিত অতিথিরা। 
নায়াগ্রায় ৩৯তম সম্মেলনের নেতৃত্ব দিচ্ছেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান, সাপ্তাহিক আজকাল সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ। এক্সিকিউটিভ  সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসেন আজম, ফোবানার কর্মকর্তা আবু জুবায়ের দারা, মোহাম্মদ হোসেন খান, মঈনুল হক চৌধুরী, গিয়াস আহমেদ, আলী ইমাম মজুমদার, ফিরোজ আহমেদসহ অনেকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 
এবারের ফোবানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ থেকে বিশিষ্ট স্কলার অধ্যাপক ড. সলিম উল্লাহ খান। স্পেশাল গেস্ট হিসেবে থাকবেন গোলাম মোর্তোজা ও ড. বদরুল খান।
ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার উদ্যোগে আয়োজিত এবারের ফোবানায় জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। 
আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনে কোনো এন্ট্রি ফি নেই। আয়োজকরাই চাচ্ছেন তাদের ফোবানাকে জাঁকজমকপূর্ণ করতে। সেই অনুসারে তারা আমন্ত্রণ জানাচ্ছেন বাংলাদেশিদের। 
উল্লেখ্য, ১ সেপ্টেম্বর সোমবার লেবার ডে উপলক্ষে ফেডারেল হলিডে। তাই অনেকেই ফোবানা সম্মেলনে যোগ দিয়ে টানা চারদিনের ভ্যাকেশন উদযাপন করতে পারবেন সপরিবারে।
২১ আগস্ট বৃহস্পতিবার কনভেনশনের প্রস্তুতির আপডেট দিয়েছেন ফোবানার চেয়ারম্যান শাহনেওয়াজ ও এক্সিকিউটিভ সেক্রেটারি ও ৩৯তম ফোবানা কনভেনশনের কনভেনর কাজী সাখাওয়াত হোসেন আজম। তারা বলেন, এবারের লেবার ডে উইকেন্ডে নায়াগ্রা ফলসে বিভিন্ন দেশের লক্ষ লক্ষ পর্যটক অবস্থান করবেন। আমরা সেখানেই এবার ইতিহাস গড়তে যাচ্ছি ফোবানা কনভেনশন আয়োজন করে। ইতোমধ্যে আমরা কনভেনশনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। কনভেনশনের প্রধান অতিথি ড. সলিমউল্লাহ খান নিউইয়র্ক এসে পৌঁছেছেন। আমাদের আমন্ত্রিত জনপ্রিয় সংঙ্গীতশিল্পী আসিফ আকবর আসছেন আগামী সপ্তাহে। তরুণ প্রজন্মের হার্টথ্রব প্রীতম ও প্রতীক হাসান আছেন নিউইয়র্কেই। জনপ্রিয় সংগীতশিল্পী সেলিম চৌধুরীও যোগ দেবেন সাংস্কৃতিক সন্ধ্যায়। 
তারা বলেন, সেমিনারসহ অন্যসব আয়োজন এবং অতিথিও আমরা প্রায় চূড়ান্ত করেছি। আমাদের ম্যাগাজিনের কাজও শেষ পর্যায়ে। আর মাত্র কয়েকটা স্টলের বুকিং বাকি আছে। নায়াগ্রা ফলসের বিভিন্ন হোটেলে এখনও রুম পাওয়া যাচ্ছে। যারা ফোবানা কনভেনশনে যেতে ইচ্ছুক তারা এখনই নায়াগ্রা ফলসের আশেপাশের হোটেল ও মোটেলগুলোতে বুক দিয়ে রাখতে পারেন। আমাদের কাছে প্রতিদিনই ফোন আসছে ফোবানা কনভেনশনে যোগদানের আগ্রহ প্রকাশ করে। আমরা তাদের বিনয়ের সঙ্গে পরামর্শ দিচ্ছি কীভাবে হোটেলের রুম পাওয়া যায় সে তথ্য দিয়ে। আমাদের এ কনভনেশনের তিন দিনের টিকিট সম্পূর্ণ ফ্রি, মানে কোনো প্রবশেমূল্য নেই। এ অনুষ্ঠান সকলের জন্য উম্মুক্ত। যারা ফোবানা কনভেনশনে যাবেন তারা বিনা টিকিটে আমাদের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। আমরা সকল পেশা এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের বিনীত আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফোবানা কনভেনশনে। তারপরও কারো কোনো প্রশ্ন থাকলে শাহনেওয়াজ, চেয়ারম্যান, ফোবানা স্টিয়ারিং কমিটি, সাখাওয়াত হোসেন আজম, এক্সিকিউটিভ সেক্রেটারি, ফোবানা স্টিয়ারিং কমিটি ও কনভেনর ৩৯তম ফোবানা কনভেনশন-এর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078