বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

প্রকাশ : ২৩ অগাস্ট ২০২৫, ১২:৩৭ , অনলাইন ভার্সন
দেশের মতো প্রবাসেও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন  ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালন করেছে বিএনপি। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মী সমর্থকরা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। 
মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ জাতির সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বক্তারা বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতিহাসের ত্যাগ ও আপোষহীন নেতৃত্ব সম্পর্কে আলোচনা করেন। 
উল্লেখ্য, এবারও দলীয়ভাবে জন্মদিনে কেক কাটার কোনো আয়োজন ছিল না। ২০১৬ সাল থেকেই খালেদা জিয়া জন্মদিনের কেক কাটা থেকে বিরত রয়েছেন। 
ব্রঙ্কসে দোয়া ও মিলাদ মাহফিল : বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) ব্রঙ্কসের বাংলা বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এই মাহফিলে নিউইয়র্ক মহানগর বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা কাজী এহিয়া। মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে বক্তব্য রাখেন  সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী  ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয়  সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, ব্রঙ্কস ব্যুরো পূর্ব আহ্বায়ক লিয়াকত আলী, ব্রঙ্কস ব্যরো পশ্চিম আহ্বায়ক আনোয়ারুল আলম ভূইয়া, এজিএম জাহাঙ্গীর হাসাইন, আব্দুর রহিম, সোহেব আহমদ, মোহাম্মদ আলী রাজা, মোমতাজ উদ্দিন, ফারুক কবির, শামীম মিয়া, আসাদুজ্জামান, মোহাম্মদ আরিফ, হাবিব আহমদ, ইউছুফ হায়দার,বেগ ইসলাম মিটু, অলি আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি সমগ্র জাতির গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”  মাহফিলে   দেশ ও জাতির মঙ্গল  কামনা করে মোনাজাত করা হয়।
বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ  : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ’র আয়োজনে গত ১৫ আগস্ট প্যাটারসনস্থ স্থানীয় বিএনপি কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি নিউজার্সি স্টেটের সভাপতি সৈয়দ জুবায়ের আলী। পরিচালনা করেন সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্ছু। 
আলোচনায় অংশগ্রহণ করেন উপদেষ্টা সদস্য মাস্টার সমির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন, সহ-সভাপতি মো. খলিল, কামরান হাদি, সৈয়দ খালিদ আলী, এনাম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম রাহাত, আবুল কালাম আজাদ খান, সাংগঠনিক সম্পাদক জয়নুল হক, যুগ্ম-সম্পাদক ও প্যাটারসন সিটি কমিটির সভাপতি মাছুম চৌধুরী, সিটি কমিটির সিনিয়র সহ-সভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, কানাইঘাট বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক, মাস্টার আব্দুস সালাম, রাহাদুল হাসান, রেজুয়ান আহমেদ, হাসান আহমেদ, রবিন হালিম, রকিব আহমেদ প্রমুখ। 
মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। তবারক বিতরণের মধ্যদিয়ে মাহফিলের সমাপ্তি হয়।
ক্যালিফোর্নিয়া বিএনপি : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ক্যালিফোর্নিয়া শাখা বিএনপি। গত ১৫ আগস্ট দুপুরে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী। 
তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের সাহসী ভূমিকা স্মরণ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানকে নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় বলে উল্লেখ করেন। 
তিনি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য দীর্ঘ সময় সংগ্রাম করে গেছেন, কারাবরণ করেছেন, অসুস্থ থেকেও জনগণের জন্য ত্যাগ করেছেন। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনের এক অগ্রদূত। ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম. ওয়াহিদ রহমান বলেন, আজকের এই বিশেষ দিনে আমরা শুধু একজন নেত্রীর জন্মদিন পালন করছি না, বরং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক অমলিন প্রতীককে স্মরণ করছি।
অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন। 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ক্যালিফোর্নিয়া বিএনপির উপদেষ্টামণ্ডলীর প্রধান নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি সাইফুল আনসারী চপল, সহ-সভাপতি আফজাল হোসেন শিকদার, সহ-সভাপতি শওকত হোসেন আনজিন, সহ-সভাপতি লিটু হোসেন, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, ইলিশ মিয়া মামুনুর রশিদ, জাকির খান, দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবর, প্রচার সম্পাদক এফ মহান জন, সহ-প্রচার সম্পাদক সরোয়ার বাবলু, ওমর ফারুক টিটু, আলমগীর হোসেন, কবির আহাদ প্রমুখ। 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078