
বাংলাদেশের ব্যাংক খাত থেকে যেভাবে অর্থ লুট করা হয়েছে, পৃথিবীর আর কোথাও এমন ঘটনা ঘটেনি বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতের সীমাহীন বিশৃঙ্খলা, দুর্নীতি এবং সুশাসনের অভাবে দেশের অর্থনীতি একসময় ‘আইসিইউতে’ চলে গিয়েছিল। তবে এখন পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছে। ১২ আগস্ট (মঙ্গলবার) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমাদের অর্থনৈতিক অবস্থা এখন অনেকটাই সন্তোষজনক। আর্থিক খাতে একসময় বিশাল বিশৃঙ্খলা আর দুর্নীতি ছিল। একটি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ জানতে চাইলে আমাকে জানানো হলো, ৯৫ শতাংশই খেলাপি। এই টাকা কারা নিয়েছে? ব্যাংকের চেয়ারম্যান এবং তার ঘনিষ্ঠরা। এটা কিন্তু আপনার-আমার টাকা। পৃথিবীর কোনো দেশে এমনভাবে ব্যাংকের টাকা লুট করা হয়নি।
অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা একেবারে খারাপ অবস্থায় নেই। মূল্যস্ফীতি কমে ৮ শতাংশের ঘরে নেমে এসেছে। জিডিপি প্রবৃদ্ধি নেতিবাচক নয়, আনুমানিক ৩.৯ শতাংশ, যা বছরের শেষে ৫ থেকে ৫.৭ শতাংশ হবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, হয়তো আপনারা যেভাবে প্রত্যাশা করেন, সেভাবে হয়নি, তবে অনেক কিছুই হয়েছে। আমরা আশা করছি, ভবিষ্যতে অর্থনীতি আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে।
কয়েকটি ব্যাংক একীভূত (মার্জ) করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এ নিয়ে কাজ করছে। ঠিক কতগুলো ব্যাংক একীভূত হবে, তা তিনি নির্দিষ্ট করে বলতে না চাইলেও তিনি জানান, এ বিষয়ে আলোচনা শেষ হয়েছে। নির্বাচিত সরকারের অধীনে যদি এ সিদ্ধান্ত পরিবর্তন হয়, তাহলে কিছু করার থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।
ঠিকানা/এএস
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমাদের অর্থনৈতিক অবস্থা এখন অনেকটাই সন্তোষজনক। আর্থিক খাতে একসময় বিশাল বিশৃঙ্খলা আর দুর্নীতি ছিল। একটি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ জানতে চাইলে আমাকে জানানো হলো, ৯৫ শতাংশই খেলাপি। এই টাকা কারা নিয়েছে? ব্যাংকের চেয়ারম্যান এবং তার ঘনিষ্ঠরা। এটা কিন্তু আপনার-আমার টাকা। পৃথিবীর কোনো দেশে এমনভাবে ব্যাংকের টাকা লুট করা হয়নি।
অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা একেবারে খারাপ অবস্থায় নেই। মূল্যস্ফীতি কমে ৮ শতাংশের ঘরে নেমে এসেছে। জিডিপি প্রবৃদ্ধি নেতিবাচক নয়, আনুমানিক ৩.৯ শতাংশ, যা বছরের শেষে ৫ থেকে ৫.৭ শতাংশ হবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, হয়তো আপনারা যেভাবে প্রত্যাশা করেন, সেভাবে হয়নি, তবে অনেক কিছুই হয়েছে। আমরা আশা করছি, ভবিষ্যতে অর্থনীতি আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে।
কয়েকটি ব্যাংক একীভূত (মার্জ) করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এ নিয়ে কাজ করছে। ঠিক কতগুলো ব্যাংক একীভূত হবে, তা তিনি নির্দিষ্ট করে বলতে না চাইলেও তিনি জানান, এ বিষয়ে আলোচনা শেষ হয়েছে। নির্বাচিত সরকারের অধীনে যদি এ সিদ্ধান্ত পরিবর্তন হয়, তাহলে কিছু করার থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।
ঠিকানা/এএস