মুনা কনভেনশন  ৮-১০ জুলাই

প্রকাশ : ০৮ অগাস্ট ২০২৫, ২০:৪৯ , অনলাইন ভার্সন
‘টর্চবিয়ার্স অব ইসলাম, স্প্রেডিং দ্য ফেইথ গ্লোবালি’ স্লোগানে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) তিন দিনব্যাপী কনভেনশন আগামী ৮, ৯ ও ১০ আগস্ট অনুষ্ঠিত হবে।
পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের ঐতিহাসিক পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে এই আয়োজনে ২০ হাজারেরও বেশি ধর্মপ্রাণ শিশু-কিশোর-কিশোরী, নারী-পুরুষরা অংশ নেবেন বলে আয়োজকরা আশা করছেন। মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর ও কনভেনশন কমিটির চেয়ারম্যান আরমান চৌধুরী সিপিএ সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, আগামী ৮ আগস্ট শুক্রবার পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে তিনদিনব্যাপী এই কনভেশন শুরু হবে। পরবর্তীতে ১০ আগস্ট রোববার বিকাল ৫টায় কনভেনশনের সমাপ্তি ঘটবে। মাঝে ৯ আগস্ট শনিবার সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত। 
কনভেনশনের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মথ্যে থাকবে একাধিক সেমিনার, শিশুদের বিভিন্ন রাইড, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বাজার, ইয়্যুথ প্রোগ্রাম, সিস্টার্স প্রোগ্রাম প্রভৃতি। কনভেনশনে যোগ দিতে আগ্রহীদের জন্য চলছে রেজিস্ট্রেশন। স্থানীয় হোটেলে থাকার জন্য থাকছে বিশেষ ছাড়। কনভেনশনে আমন্ত্রিত ইসলামিক স্কলারদের মধ্যে থাকবেন ড. ওমর সুলেইমান, ইমাম দেলোয়ার হোসাইন, সামী হামদী, মোহাম্মদ ইলসেনওয়ে, ড. আলতাফ হোসাইন, ইমাম টম ফ্যাকইন, হামজাহ আব্দুল মালিক, ইমাম সিরাজ ওহাজ, আসিফ হাইরানী, আব্দুল নাসির জাংদা প্রমুখ। এছাড়াও নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য, বাংলাদেশ, যুক্তরাজ্য ও আফ্রিকার বিশিষ্ট ইসলামিক স্কলাররা কনভেনশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান আজহারী কনভেনশনে যোগ দিতে পারেন। তিনি সশরীরে উপস্থিত হতে না পারলে ভার্চুয়াল অংশ নিতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে। 
আরমান চৌধুরী জানিয়েছেন, কনভেনশনে শিশু-কিশোর, ইয়ুথ ও নারীদের জন্য আলাদা অনুষ্ঠান থাকবে। নতুন প্রজন্মের তরুণদের জন্য রোবটিক্স এআই-এর মত অনুষ্ঠানগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও তরুণী সিস্টার ও অ্যাডাল্ট ভাই-বোনদের জন্য থাকবে বিভিন্ন অনুষ্ঠান। এছাড়াও ১০ আগস্ট ‘মেট্রোমোনিয়ল ডে’তে তরুণ ছেলে-মেয়েদের মধ্যে যারা অবিবাহিত রয়েছেন, তাদের ‘ম্যাচ মেকিং’-এর জন্য কিছু স্পেশাল পর্ব থাকবে। কলেজ পড়ুয়া বা বিভিন্ন চাকরিতে যুক্ত বিবাহযোগ্য ছেলে-মেয়েদের এই পর্বে যোগ দেয়ার সুযোগ থাকবে।
উল্লেখ্য, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) একটি অলাভজনক দাওয়াহভিত্তিক সমাজসেবামূলক জাতীয় সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে। মুনা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ব্যক্তিগত, নৈতিক ও মানুষের জীবনের সামাজিক মানোন্নয়নের মাধ্যমে মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মুনা’র কার্যক্রম বিস্তৃতি লাভ করেছে।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078