বাংলাদেশে দু’দিনে পাঁচজনকে প্রকাশ্যে হত্যা

প্রকাশ : ০৮ অগাস্ট ২০২৫, ০৯:০৭ , অনলাইন ভার্সন
গাজীপুরের চৌরাস্তায় ৭ আগস্ট (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সাংবাদিক হত্যার ঘটনায় আলোচনা শুরু হলেও গত দুইদিনে প্রকাশ্য হামলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ অন্তত ৫জন নিহত হয়েছেন। যাদেরকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, চাপাতি দিয়ে হত্যা করা হয়েছে।
এরমধ্যে গত ৬ আগস্ট (বুধবার) পঞ্চগড়ের জাবেদ রহমান জয় (১৯) নামে এক ছাত্রদল কর্মী প্রতিপক্ষের হামলায় নিহত হন। তিনি পঞ্চগড় জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে।
তাকে ওপর প্রতিপক্ষের ১০ থেকে ১৫ জন হামলা চালায়। এরমধ্যে ছুরি দিয়ে আঘাত করলে জয়ের পেটের নাড়িভুঁড়ি বের হয়ে আসে। দ্রুত হাসপাতালে নিলেও তাকে বাঁচানো যায়নি। এরপর বৃহস্পতিবার রাতে গাজীপুরের চৌরাস্তায় শত শত মানুষের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ছুরিকাঘাত ও জবাই করে হত্যার ভয়াবহ ঘটনা ঘটে।
এ হত্যাকাণ্ডে যখন পুরো দেশে সমালোচনার ঝড় বইছিল তখন নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে প্রাইভেটকার থামিয়ে সাইদুর রহমান (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। প্রাইভেটকারের ভেতরই তার গলা কাটা হয়। বাঁচতে তিনি বেরিয়ে আসলেও কোথাও যেতে পারেননি। ওই প্রাইভেটকারেই লেগে ছিল তার রক্ত। আর পাশে পড়েছিল মরদেহ।

জেলার বনপাড়া- গোপালপুর আঞ্চলিক সড়কের নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের সামনে যখন যুবকের গলা কাটা হয় তখন তার চিৎকারে সাধারণ মানুষ ছুটে যান। কিন্তু কেউই কিছু করতে পারেননি।

অপরদিকে সিলেটের মৌলভীবাজার শহরের ব্যস্ততম শমশেরনগর রোডে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ফয়জুর রহমান রুবেল নামে ৪২ বছর বয়সী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডের সদাইপাতি মার্কেটস্থ এফ রহমান ট্রেডিং এর মালিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর দোকানে একা ছিলেন রুবেল। এ সময় হঠাৎ তিন থেকে চারজন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের সিএনজি চালক ও স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তার মৃত্যু হয়।

এরপর সিলেট নগরের কতোয়ালী মডেল থানার পার্শ্ববর্তী ক্বীনব্রীজ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ডালিম নামে এক যুবক নিহত হন। তাকে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠিকানা/এসঅাআ
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078