গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পকে ৬০০ অবসরপ্রাপ্ত ইসরায়েলি কর্মকর্তার চিঠি

প্রকাশ : ০৪ অগাস্ট ২০২৫, ১৯:৩০ , অনলাইন ভার্সন
হামাস এখন আর ইসরায়েলের কৌশলগত হুমকি নয়। প্রথমে এটি একটি ন্যায়সঙ্গত যুদ্ধ থাকলেও, এখন এই যুদ্ধ আর ন্যায়সঙ্গত নয়। তাই অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধে বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দেওয়া প্রয়োজন। ৪ আগস্ট (সোমবার) গাজা যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে ইসরায়েলের ৬০০ জন প্রাক্তন নিরাপত্তা কর্মকর্তা এসব কথা বলেছেন।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নেতানিয়াহু সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ডোনাল্ড ট্রাম্পের কাছে যারা চিঠি লিখেছেন, তাদের মধ্যে গোয়েন্দা সংস্থার প্রাক্তন প্রধানরাও রয়েছেন।

তারা বলেছেন, 'এটা আমাদের পেশাদার রায় যে, হামাস আর ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি নয়। ইসরায়েলিদের বিশাল সংখ্যাগরিষ্ঠের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার সরকারকে সঠিক পথে পরিচালিত করার ক্ষমতা বৃদ্ধি করে: যুদ্ধ শেষ করুন, জিম্মিদের ফিরিয়ে দিন, দুর্ভোগ বন্ধ করুন।'

হামাসের সঙ্গে সাম্প্রতিক পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পর নেতানিয়াহু গাজায় সামরিক আগ্রাসন সম্প্রসারণের জন্য কাজ করছেন - এমন খবরের মধ্যে কর্মকর্তারদের এই চিঠি এলো।

আল-আকসা প্রাঙ্গণে দখলদারদের আক্রমণের জবাবে ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের অবভিযানের পর ইসরায়েল গাজায় এক ভয়াবহ যুদ্ধ শুরু করে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় তখন থেকে ইসরায়েলি আগ্রাসনে ৬০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

ইসরায়েলের গাজায় সবকিছু প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর এই অঞ্চলটি ব্যাপক বঞ্চনার সম্মুখীন হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৯৩ জন শিশুসহ ১৮০ জন অপুষ্টিতে মারা গেছে।

জাতিসংঘ-সমর্থিত সংস্থাগুলো বলেছে, গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি বর্তমানে চলছে।

বিবিসি জানিয়েছে, ট্রাম্পকে লেখা চিঠিতে মোসাদের প্রাক্তন প্রধান তামির পার্দো, শিন বেটের প্রাক্তন প্রধান আমি আয়ালন, প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ বারাক এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালনসহ ৬০০ প্রাক্তন কর্মকর্তা স্পষ্টভাবে তাদের মতামত জানিয়েছেন।

তারা বলেছেন, 'প্রথমে এই যুদ্ধ ছিল একটি ন্যায়সঙ্গত যুদ্ধ, একটি প্রতিরক্ষামূলক যুদ্ধ। কিন্তু যখন আমরা সমস্ত সামরিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি, তখন এই যুদ্ধ আর ন্যায়সঙ্গত যুদ্ধ ছিল না।'

কর্মকর্তারা আরও বলেছেন বলেছেন, 'গাজা যুদ্ধ বন্ধ করুন! ইসরায়েলের প্রাক্তন আইডিএফ জেনারেল এবং মোসাদ, শিন বেট, পুলিশ এবং কূটনৈতিক কর্পস সমতুল্যদের বৃহত্তম দল সিআইএসের পক্ষ থেকে, আমরা আপনাকে (ট্রাম্পকে) গাজা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাচ্ছি। আপনি লেবাননে এটি করেছেন। গাজাতেও এটি করার সময় এসেছে।'

গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং ফিলিস্তিনিদের দুর্ভোগ ব্যাপক ক্ষোভের জন্ম দেওয়ায় ইসরায়েল ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হচ্ছে।

বিশ্বজুড়ে জরিপগুলো ইঙ্গিত দেয়, পশ্চিমে জনমত ইসরায়েল সম্পর্কে ক্রমবর্ধমানভাবে নেতিবাচক হচ্ছে, যা ইউরোপিয়ান নেতাদের ওপর পদক্ষেপ নেওয়ার চাপ সৃষ্টি করছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর কী চাপ প্রয়োগ করবেন, তা স্পষ্ট নয়।

ঠিকানা/এএস 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078