অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান

প্রকাশ : ০৩ অগাস্ট ২০২৫, ১১:২০ , অনলাইন ভার্সন
দীর্ঘ ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারে অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। শুক্রবার ভারতের  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ। 

পুরস্কারপ্রাপ্তির পর এক আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করে শাহরুখ বলেন, ‘আমি কৃতজ্ঞ, গর্বিত ও অভিভূত। জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া আমার জীবনের এমন একটি মুহূর্ত, যা আমি আজীবন লালন করব। জুরি বোর্ড, চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যাঁরা আমাকে এই সম্মানের যোগ্য মনে করেছেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।’

ভিডিও বার্তায় ভক্তদের উদ্দেশে বলেন, ‘আমি হাত বাড়িয়ে তোমাদের সঙ্গে এই ভালোবাসা ভাগ করে নিতে চাই, কিন্তু এখন কিছুটা অসুস্থ। তবে চিন্তা করো না, শুধু পপকর্ন প্রস্তুত রাখো। আমি খুব শিগগিরই প্রেক্ষাগৃহে আসছি। পথেঘাটেও দেখা হবে তোমাদের সঙ্গে। তাই ততক্ষণ পর্যন্ত, এক হাতেই উদযাপন হোক।’  তিনি বলেন, ‘তোমাদের ভালোবাসা, উল্লাস, আনন্দাশ্রু—এই পুরস্কারটি তোমাদের জন্য।’

সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে শাহরুখ বলেন, ‘জওয়ান’ সিনেমাতে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ রাজু স্যার, সাইদ, অ্যাটলি স্যার এবং পুরো টিমকে। আমার ব্যক্তিগত দলের প্রতিও কৃতজ্ঞ, যারা ধৈর্য ধরে আমাকে সব সময় সহ্য করে। যাতে আমি ভালো দেখি, ভালো অভিনয় করি—এটা তাদের কাছে আমার থেকেও গুরুত্বপূর্ণ।

পরিবার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার স্ত্রী ও ছেলেমেয়েরা, যারা এত বছর ধরে আমায় এত ভালোবাসা দিয়েছে, এত যত্নে রেখেছে যে আমার মনে হয়, বাড়ির মধ্যে আমিই বাচ্চা। তারা সব সময় আমার জন্য সেটাই চেয়েছে, যেটা আমার জন্য সবচেয়ে ভালো। সিনেমা নিয়ে আমার পাগলামিটা তারা জানে, সেটাই তাদের থেকে আমাকে দূরে সরিয়ে দেয়। তবু তারা হাসিমুখে সবটা মেনে নেয় এবং আমাকে যেমন আমি, তেমনভাবেই থাকতে দেয়। এ জন্য তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘এই জাতীয় পুরস্কার কেবল একটা প্রাপ্তি নয়, এটি আমাকে মনে করিয়ে দেয় যে আমি যেটা করি, সেটা গুরুত্বপূর্ণ। এই সম্মান আমাকে বলে—এগিয়ে যাও, কঠোর পরিশ্রম করো, নতুন কিছু করো এবং সিনেমায় নিজের অবদান রাখো। এই চিৎকারে ভরা পৃথিবীতে এই পুরস্কার আমার কাছে এক আশীর্বাদ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই পুরস্কার আমার শেষ নয়—বরং শুরু। আমি আরও শিখব, আরও দেব। এই পুরস্কার আমাকে মনে করায় যে অভিনয় শুধু একটা পেশা নয়, এটা এক বিশাল দায়িত্ব—পর্দায় সত্য তুলে ধরার দায়িত্ব। সবার ভালোবাসার কাছে আমি নতশির, আর এই সম্মানের জন্য ভারত সরকারকে জানাই আন্তরিক ধন্যবাদ।’

ভিডিওর শেষে অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা যে যা কাজ করছো, তার মধ্য থেকেও আমার কাজ দেখার ইচ্ছাটা—সেটাই আমার শক্তি। তোমাদের সবাইকে ভালোবাসা। আমি হাত ছড়িয়ে সেই ভালোবাসা বিলিয়ে দিতে চাই, তবে এখন সেটা সম্ভব নয়। তবে চিন্তা কোরো না...পপকর্ন তৈরি রাখো। আমি ফিরে আসছি প্রেক্ষাগৃহে। ততদিন পর্যন্ত...এক হাতেই বলছি...রেডি!’
 
নব্বই দশকে বলিউড সিনেমায় পা রাখেন শাহরুখ খান। তার প্রথম সিনেমা ‘দিওয়ানা’। ১৯৯২ সালে সিনেমাটি মুক্তি পায়। এরপর দর্শকদের একে একে উপহার দেন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, ডর, বাজিগর, দিল সে, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, বীর-জারা, চাক দে ইন্ডিয়া, ও ডন সিনেমার মত ব্লক বাস্টার সিনেমা।
 
এরপর ক্যারিয়ারে ভাটা পড়লে কয়েক বছরের বিরতি নেন। বিরতি ভেঙে ২০২৩ সালে রাজার মত বলিউডে ফিরে এসে এক বছরেই তিন তিনটি ব্লক বাস্টার হিট সিনেমা পাঠান, জওয়ান ও ডানকি দর্শকদের উপহার দেন। ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘কিং’।

প্রসঙ্গত, ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এবারের আসরে শাহরুখ খানের সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসিও। শাহরুখ খানের মতো বিক্রান্তেরও এটি ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078