অন্ধকারের বোতাম খুলে

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১১:৫৬ , অনলাইন ভার্সন
নিশ্চিত যাব তো, এই শেষ নয়-
আবারও একদিন দেখা হবে আমাদের।
প্রেম থাকলে আসতে হয়, ভালোবাসা থাকলে ফিরতে হয়।
ফিরলে ফুল হয়ে ফিরব।
পূর্ণিমার রাতে জানালার পাশে, হাস্নাহেনা
যেভাবে বিলায় গন্ধ-ঠিক সেভাবে।
নয়তো ছোট্ট পাখি হয়ে কিংবা আকাশের মেঘ হয়ে-
যেন আশা-যাওয়ার মাঝে না থাকে বিলম্ব কোনো।
নয়তো ফিরব আকাশের তারা হয়ে-
দেখা যাবে, কিন্তু হাত বাড়িয়ে যাবে না ছোঁয়া।
তবে আমরা ছোঁব মন দিয়ে মন, কথা দিয়ে কথা-
যে কথা বলিনি, যে গান এখনো গাইনি
সে কথা সে গান দিয়েই কাটবে মধুচন্দ্রিমার মাধবী প্রহর;
আমাদের হাসির ঝংকারে নক্ষত্র সাজাবে আলোর বাসর।

যাব তো নিশ্চিত, আবারও দেখা হবে আমাদের
তখন শুধুই পলকহীন চেয়ে থাকা।
বিদ্যুৎবাহী তারে হঠাৎ যেভাবে জ্বলে ওঠে আলো-
ঠিক সেভাবেই জ্বলবে আমাদের অক্ষিতারা,
মধুপূর্ণিমার চাঁদ বিছাবে নরম আলো, আমাদের নিমগ্ন নগ্নতায়-
নেশাধরা মহুয়ার গন্ধে জ্বর বইবে শরীরে তখন,
চৈতি রাতে ডানা ঝাপটাবে রাতজাগা পাখি;
ঢাক বাজবে ঢোল বাজবে, বাজবে নগ্ন পায়ের নূপুর।

কখনো বলিনি আসব না, আসব তো নিশ্চিত।
প্রেম থাকলে আসতে হয়, ভালোবাসা থাকলে ফিরতে হয়।
অন্ধকারের বোতাম খুলে, কাচের চুড়ির রিনিঝিনি শব্দে-
ফিরব গড়াতে গড়াতে শীতল পাটির বিছানায়।
তুমি দেখে নিয়ো, আবারও একদিন দেখা হবে আমাদের ॥
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078