হাসিনার অপরাধ একাত্তরের পাকিস্তানি সেনাবাহিনীকেও ছাড়িয়ে গেছে : আসিফ নজরুল

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৫:২৫ , অনলাইন ভার্সন
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশে যে অপরাধ করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই।

জুলাই গণঅভ্যুত্থানে হওয়া হত্যাকাণ্ডের বিচার বিষয়ে ২৯ জুলাই (মঙ্গলবার) এক আলোচনা ও তথ্য প্রদর্শনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহতদের গুলি করে হত্যা করা, নিরস্ত্র মানুষকে গুলি চালানো—এগুলো অবশ্যই ২৫ মার্চ কালরাতে ঘটেছে। এটি এক ভয়াবহ ঘটনা ছিল। তবে ওই সময়কার অপরাধগুলো করেছিল অন্য দেশের বাহিনী। আমরা স্বাধীনতা ঘোষণা করেছি তারপর। ১৯৭১ সাল ও ২০২৪ সালের দুই ঘটনার ‘পারসপেক্টিভ আলাদা’।

তিনি বলেন, ১৯৭১ সালে মৃতদেহ পুড়িয়ে ফেলার কোনো ফুটেজ আমি দেখিনি। ১৯৭১ সালে একজন গুলি খেয়েছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে অবস্থায় তাকে গুলি করেছে। কোনো মুক্তিযোদ্ধার এমন কোনো বর্ণনা আমি পড়ি নাই বা ফুটেজ দেখি নাই। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতা করে নাই।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ২০২৪-এর জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবেই করা হবে। এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। আমাদের সরকারের আমলেই কাঙ্ক্ষিত রায় পাবেন।

তিনি বলেন, এমনভাবে বিচারের সাক্ষ্য-প্রমাণ রেখে যাওয়া হবে, ভবিষ্যতে কোনো সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না। আর আমি বিশ্বাস করি না, ভবিষ্যতে বিএনপি-জামায়াত যারাই ক্ষমতায় আসুক, তারা বিচারে শৈথিল্য বা গাফিলতি দেখাবে। তারা সবাই নির্যাতিত মানুষ।

ঠিকানা/এএস 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078