
নবাগত আহান পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত ‘সাইয়ারা’ ছয় দিনে বক্স অফিসে তুলেছে প্রায় ১৫৩.২৫ কোটি রুপি। যশ রাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমাটি ৩৫–৪০ কোটি বাজেটে তৈরি হলেও মুক্তির সপ্তাহ না পেরোতেই তুলে নিয়েছে প্রায় চারগুণ আয়।
স্যাকনিল্ক এর প্রতিবেদন বলছে, গত শুক্রবার মুক্তির পর থেকেই ‘সাইয়ারা’ থেমে থাকেনি। প্রথম দিনেই আয় করেছিল ২১.৫ কোটি। শনিবার ও রবিবারে তা বেড়ে দাঁড়ায় যথাক্রমে ২৬ ও ৩৫.৭৫ কোটিতে। সোমবার থেকে কিছুটা কমলেও ধারাবাহিকতা ধরে রাখে সিনেমাটি। মঙ্গলবার ২৫ কোটি এবং বুধবার ২১ কোটি রুপি আয় করে মোট ছয় দিনের আয় গিয়ে ঠেকে ১৫৩.২৫ কোটিতে।
এদিকে বাজেট ও পারিশ্রমিক নিয়েও রয়েছে দর্শকদের আগ্রহ। সূত্র বলছে, সিনেমাটির নির্মাণ ব্যয় আনুমানিক ৩৫–৪০ কোটি রুপি। আহান পাণ্ডে ও অনীত পাড্ডা দুজনেই প্রথমবারের মতো বড় পর্দায় এলেও তাঁদের পারিশ্রমিক ধরা হয়েছে ৩–৫ কোটি টাকার মধ্যে। পরিচালনায় থাকা মোহিত সুরি পেয়েছেন প্রায় ৬–৮ কোটি রুপি।
সিনেমার গতি দেখে বোঝাই যাচ্ছে, দ্বিতীয় সপ্তাহেও ভালো আয় ধরে রাখতে পারে ‘সাইয়ারা’। দর্শকদের ভালোবাসা আর প্রযোজনা প্রতিষ্ঠানের পরিকল্পনার মিশেলে নতুন দুই মুখের যাত্রা শুরু হলো বেশ বড়সড়ভাবেই।
ঠিকানা/এসআর
স্যাকনিল্ক এর প্রতিবেদন বলছে, গত শুক্রবার মুক্তির পর থেকেই ‘সাইয়ারা’ থেমে থাকেনি। প্রথম দিনেই আয় করেছিল ২১.৫ কোটি। শনিবার ও রবিবারে তা বেড়ে দাঁড়ায় যথাক্রমে ২৬ ও ৩৫.৭৫ কোটিতে। সোমবার থেকে কিছুটা কমলেও ধারাবাহিকতা ধরে রাখে সিনেমাটি। মঙ্গলবার ২৫ কোটি এবং বুধবার ২১ কোটি রুপি আয় করে মোট ছয় দিনের আয় গিয়ে ঠেকে ১৫৩.২৫ কোটিতে।
এদিকে বাজেট ও পারিশ্রমিক নিয়েও রয়েছে দর্শকদের আগ্রহ। সূত্র বলছে, সিনেমাটির নির্মাণ ব্যয় আনুমানিক ৩৫–৪০ কোটি রুপি। আহান পাণ্ডে ও অনীত পাড্ডা দুজনেই প্রথমবারের মতো বড় পর্দায় এলেও তাঁদের পারিশ্রমিক ধরা হয়েছে ৩–৫ কোটি টাকার মধ্যে। পরিচালনায় থাকা মোহিত সুরি পেয়েছেন প্রায় ৬–৮ কোটি রুপি।
সিনেমার গতি দেখে বোঝাই যাচ্ছে, দ্বিতীয় সপ্তাহেও ভালো আয় ধরে রাখতে পারে ‘সাইয়ারা’। দর্শকদের ভালোবাসা আর প্রযোজনা প্রতিষ্ঠানের পরিকল্পনার মিশেলে নতুন দুই মুখের যাত্রা শুরু হলো বেশ বড়সড়ভাবেই।
ঠিকানা/এসআর