
এক.
পরিচিত এই আভাস ছেড়ে যার একদিন
সবকিছু ছেড়েছুড়ে, নিরুদ্দেশ যাত্রা শুরু
সেই অজানায় কী হবে তারপর?
পাওয়া যায় না উত্তর-এরপর কী?
দুই.
তাতেও আটকায় না কিছু, মানবের পিছু
সভ্যতা গড়ে তুলে নতুন ইতিহাস
কে কবে ফেলেছিল নিশ্বাস রাত্রি কিংবা দিনে, জানে না তার,
আসলে কোনো কিছু জানার না রেখে অবশেষ
মানুষ বিদায় নেয় যথারীতি
শুধু রেখে যায় জীবনের রেশ।
তিন.
আমিও যাব একদিন
যেমন চলে গেছে সবাই
যদিও গন্তব্যের শেষ জানা নাই
শুধু কঠিন আমার এই পথচলার শেষে
একদিন সমাপ্তির রেখা টেনে অবশেষে
ভাঙবে জীবনের এই কোলাহল
মিলাব আমাতেই আম/আমি আর সাক্ষী
কেবল অপলক চেয়ে থাকা সেই অন্তর্যামী।
পরিচিত এই আভাস ছেড়ে যার একদিন
সবকিছু ছেড়েছুড়ে, নিরুদ্দেশ যাত্রা শুরু
সেই অজানায় কী হবে তারপর?
পাওয়া যায় না উত্তর-এরপর কী?
দুই.
তাতেও আটকায় না কিছু, মানবের পিছু
সভ্যতা গড়ে তুলে নতুন ইতিহাস
কে কবে ফেলেছিল নিশ্বাস রাত্রি কিংবা দিনে, জানে না তার,
আসলে কোনো কিছু জানার না রেখে অবশেষ
মানুষ বিদায় নেয় যথারীতি
শুধু রেখে যায় জীবনের রেশ।
তিন.
আমিও যাব একদিন
যেমন চলে গেছে সবাই
যদিও গন্তব্যের শেষ জানা নাই
শুধু কঠিন আমার এই পথচলার শেষে
একদিন সমাপ্তির রেখা টেনে অবশেষে
ভাঙবে জীবনের এই কোলাহল
মিলাব আমাতেই আম/আমি আর সাক্ষী
কেবল অপলক চেয়ে থাকা সেই অন্তর্যামী।