
আজকে আর কোনো খবর না দেখছো না এতো
আদরের শিশুরা মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেলো
আজ তোমার ছবি বাক্সবন্দী করে রাখো
এই শিশুদের ছাড়া কারো কথা শোনার সময় কারো
নেই দেখছো না মায়েরা কেঁদে কেঁদে মরে যাচ্ছে
সকাল বেলা স্কুলে দিয়ে এসেছিলো দুপুরে পুড়ে ছাই হয়ে গেলো
পেটে ধরার কষ্ট প্রসবের অমানুষিক ব্যথা বাছাদের
মিষ্টি মুখ দেখে যারা সব ভুলে গিয়েছিলো
এখন জীবনভর অসহ্য ক্লেশে বিষণ্ণ হবে
তোমার ভ্রমণের ছবি আজ দিও না
অনেক সময় পাবে এগুলো ছাপার তোমার
বিখ্যাত ব্যাক্তির সাথে সখ্যতা অন্যদিন দিও
তোমার বুদ্ধিদীপ্ত লেখনী আজ সমুদ্রের উত্তাল
দু:খবোধের ঢেউয়ের মাঝে নুড়িপাথরের মতো
ডুবে যাবে তাতে কোনো প্রাপ্তি নেই
আজকের দিনটিতে স্মরণ করো পাঠরত
শিশুদের সুশ্রী মুখাবয়বে হঠাৎ আগুনের ঝলসানো
আর্তনাদে চার দেয়ালের ধ্বসে যাওয়া
বুকফাটা কান্না নিয়ে মৃত শিশুদের স্বজনদের
পাশে দাঁড়ালে হতে পারে এই অসীম সান্ত্বনার নিখাদ
স্পর্শে অন্তহীন ক্ষতে এক বিন্দু শুশ্রুষা।
আদরের শিশুরা মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেলো
আজ তোমার ছবি বাক্সবন্দী করে রাখো
এই শিশুদের ছাড়া কারো কথা শোনার সময় কারো
নেই দেখছো না মায়েরা কেঁদে কেঁদে মরে যাচ্ছে
সকাল বেলা স্কুলে দিয়ে এসেছিলো দুপুরে পুড়ে ছাই হয়ে গেলো
পেটে ধরার কষ্ট প্রসবের অমানুষিক ব্যথা বাছাদের
মিষ্টি মুখ দেখে যারা সব ভুলে গিয়েছিলো
এখন জীবনভর অসহ্য ক্লেশে বিষণ্ণ হবে
তোমার ভ্রমণের ছবি আজ দিও না
অনেক সময় পাবে এগুলো ছাপার তোমার
বিখ্যাত ব্যাক্তির সাথে সখ্যতা অন্যদিন দিও
তোমার বুদ্ধিদীপ্ত লেখনী আজ সমুদ্রের উত্তাল
দু:খবোধের ঢেউয়ের মাঝে নুড়িপাথরের মতো
ডুবে যাবে তাতে কোনো প্রাপ্তি নেই
আজকের দিনটিতে স্মরণ করো পাঠরত
শিশুদের সুশ্রী মুখাবয়বে হঠাৎ আগুনের ঝলসানো
আর্তনাদে চার দেয়ালের ধ্বসে যাওয়া
বুকফাটা কান্না নিয়ে মৃত শিশুদের স্বজনদের
পাশে দাঁড়ালে হতে পারে এই অসীম সান্ত্বনার নিখাদ
স্পর্শে অন্তহীন ক্ষতে এক বিন্দু শুশ্রুষা।