জ্যামাইকায় শ্রাবণ মেঘের মেলায়  আনন্দে মেতেছিলেন প্রবাসীরা

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১১:০৭ , অনলাইন ভার্সন
বাইরে মেঘের ঘনঘটা- এমন এক মনোরম সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকায় অনুষ্ঠিত হলো শ্রাবণ মেঘের মেলা। ‘মানব মুক্তির লক্ষ্যে, নারীমুক্তির পক্ষে’ এই স্লোগান বুকে ধারণ করে পিএস-১৩১ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করে বাংলাদেশি নারীদের মূলধারার সংগঠন নিউ আমেরিকান ওমেন্স ফোরাম। গত ১৯ জুলাই শনিবার জ্যামাইকায় পিএস-১৩১ প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি ছিলেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। আরো উপস্থিত ছিলেন আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা অতিথি ও নিউইয়র্কের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তিনি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। 
মেলার উদ্বোধন করে ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন বলেন, দীর্ঘ প্রচেষ্টার সুফল প্রবাসে আজকের এই সংস্কৃতি। তিনি সুন্দর এই আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। 
এম. এম. শাহীন আরো বলেন, আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশি কমিউনিটিকে সমৃদ্ধ করতে আমরা অনেক পরিশ্রম করেছি। প্রবাসে আজকের এই বাংলা সংস্কৃতির প্রসার আমাদের সেই প্রচেষ্টারই ফসল। তিনি এই ধারাবাহিকতা অব্যাহত এবং কার্যকর ভূমিকা রাখতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। 
প্রবাসের সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাবেক এমপি এম এম শাহীন বলেন, তাদের প্রচেষ্টার ফলে বাংলা সংস্কৃতির     একটি ঠিকানা হয়েছে। সবখানে আমরা বাংলা সংস্কৃতিকে খুঁজে পাই। 
অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সংস্কৃতিসেবী গোলাম ফারুক সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটিকে আরো এগিয়ে নিতে ঐক্যের বিকল্প নে
ই। 
উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন- মূলধারার রাজনীতিক ও নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোরশেদ আলম, কমিউনিটি লিডার নাসির আলী খান পল, ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী, নিউ আমেরিকান ওমেন্স ফোরামের প্রেসিডেন্ট অ্যাডভোকেট রুবাইয়া রহমান, নির্বাহী পরিচালক সালামা ফেরদৌস, মেলার আহবায়ক অধ্যাপিকা হুসনে আরা, সদস্য সচিব ডালিয়া চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সালেহ আলম,যুগ্ম সদস্য সচিব ফিরোজা সাঈদ, সমন্বয়কারী সাঈদা আক্তার লিলি ও রীনা সাহা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট অ্যাডভোকেট মুজিবুর রহমান প্রমুখ। 
এদিকে মেলায় পসরা সাজিয়ে বসেছিলো বিভিন্ন স্টল- যেখানে ছিল শাড়ি, মেয়েদের জামা, গয়না। ছিল খাবারের স্টলও। এসব স্টলে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
মেলায় ছিল সাংস্কৃতিক পরিবেশনা। নতুন প্রজন্মের মিথান ড্যান্স একাডেমি, লাইসা ও ওসমিতার মনোমুগ্ধকর নৃত্য উপস্থিত দর্শকদের কাছে উপভোগ্য ছিল। 
পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন উৎপল চৌধুরী। 
অনুষ্ঠানের শেষে দর্শকদের মাতিয়ে রাখেন ঢাকা থেকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী পারভেজ সাজ্জাদ। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণা তিথি, ডা. সোহেল পারভেজ, সানজানা, অর্ণব ও উদীপ্ত চৌধুরী। 
শ্রাবণ মেঘের মেলার টাইটেল স্পন্সর ছিল জনপ্রিয় পত্রিকা ঠিকানা ও রিভার। স্পন্সর ছিল গোল্ডেন এজ হোমকেয়ার, ডিএইচ কেয়ার, একাডেমি অব এক্সেলেন্স, অ্যাটর্নি মঈন চৌধুরী, মোস্তাক আহমেদ, নূরুল আমীন বাবু, আব্দুল কাদের মিয়া, অ্যাটর্নি হাসান মালিক, জে-এন টিএলসি ড্রাইভিং স্কুল, অ্যাটর্নি রাজু মহাজন ও কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস। 
মেলার সার্বিক সহযোগিতায় ছিলেন- আহনাফ আলম, রাব্বি সৈয়দ, আনজাম সিদ্দিকী রাফি, অনুভা শাহীন, আইরিন রহমান, সেলিনা খানম, রেজওয়ানা বশির, শাহ ফারুক রহমান, মাসুদুর রহমান ও নুসরাত আলম। 
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078