
রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত এবং নারী ও শিশুসহ আরও অন্তত ৫০ জন দগ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিট পর অর্থাৎ ১টা ১৮ মিনিটে উত্তরায় বিধ্বস্ত হয়।
বিমান দুর্ঘটনার এই হৃদয়বিদারক ঘটনা কেবল দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক গুরুত্বের সঙ্গে প্রকাশ পেয়েছে। বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো এ ঘটনাকে বড় শিরোনামে তুলে ধরেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। সংবাদটি প্রকাশের সময় একজনের মৃত্যুর খবর দিয়েছিল বার্তা সংস্থাটি। পরে সেই সংখ্যা ১৯ বলে জানানো হয়।
মার্কিন বার্তা সংস্থা এপি (এসোসিয়েট প্রেস) ‘ঢাকায় স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে জানায়, এই দুর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিক্ষার্থীরাও রয়েছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, চীনের তৈরি একটি এফ-৭ যুদ্ধবিমান প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে। ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীসহ অনেকে হতাহত হয়েছেন।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার একটি কলেজ ভবনে বিমানটি ভেঙে পড়ার ঘটনায় একজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
এ ছাড়া মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইক, ব্রিটিশ সানডে এক্সপ্রেস, ভারতের টাইমস অব ইন্ডিয়াসহ বিশ্বের বহু শীর্ষ সংবাদমাধ্যম বাংলাদেশের এই মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।
ঠিকানা/এনআই
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিট পর অর্থাৎ ১টা ১৮ মিনিটে উত্তরায় বিধ্বস্ত হয়।
বিমান দুর্ঘটনার এই হৃদয়বিদারক ঘটনা কেবল দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক গুরুত্বের সঙ্গে প্রকাশ পেয়েছে। বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো এ ঘটনাকে বড় শিরোনামে তুলে ধরেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। সংবাদটি প্রকাশের সময় একজনের মৃত্যুর খবর দিয়েছিল বার্তা সংস্থাটি। পরে সেই সংখ্যা ১৯ বলে জানানো হয়।
মার্কিন বার্তা সংস্থা এপি (এসোসিয়েট প্রেস) ‘ঢাকায় স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে জানায়, এই দুর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিক্ষার্থীরাও রয়েছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, চীনের তৈরি একটি এফ-৭ যুদ্ধবিমান প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ে। ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীসহ অনেকে হতাহত হয়েছেন।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার একটি কলেজ ভবনে বিমানটি ভেঙে পড়ার ঘটনায় একজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
এ ছাড়া মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইক, ব্রিটিশ সানডে এক্সপ্রেস, ভারতের টাইমস অব ইন্ডিয়াসহ বিশ্বের বহু শীর্ষ সংবাদমাধ্যম বাংলাদেশের এই মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।
ঠিকানা/এনআই