ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘১ সেপ্টেম্বর হবে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ। ১ সেপ্টেম্বর হবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বাঁক বদলের সূচনা।’ আজ ২৬ আগস্ট (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রলীগ সভাপতি। আগামী ১ সেপ্টেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ছাত্রসমাবেশ প্রসঙ্গে সাংবাদিকদের জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাদ্দাম হোসেন বলেন, ‘ইতিমধ্যে এই ছাত্র সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশের ৫ কোটি শিক্ষার্থীর পরিবারের মধ্যে একটি তুমুল আলোড়ন তৈরি হয়েছে। তাদের হৃদয়ের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। স্বপ্নের মধ্যে একটি উচ্ছ্বাস তৈরি হয়েছে। রক্তের মধ্যে একটি শিহরণ তৈরি হয়েছে, এই সমাবেশকে কেন্দ্র করে। এই ১ সেপ্টেম্বরের সমাবেশকে কেন্দ্র করে ছাত্র সমাজের মধ্যে তুমুল আশা তৈরি হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের এই সমাবেশকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের নেতাকর্মীরা প্রচার-প্রচারণা চালিয়েছেন। তারা প্রস্তুতি সভা, বর্ধিত সভা করেছেন। ইতিমধ্যেই ছাত্র সমাজের মধ্যে আওয়াজ উঠেছে ‘চলো চলো সোহরাওয়ার্দী উদ্যানে চলো। ১ সেপ্টেম্বরের মহাসমাবেশকে সফল করো।’
সাদ্দাম হোসেন আরও বলেন, ‘এই ছাত্র সমাবেশ আমরা কেন করছি? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতি আমরা যেমন শ্রদ্ধা জানাব এবং একই সঙ্গে বাংলাদেশের সকল ছাত্র সমাজের মধ্যে একটি করুণ সুর রয়েছে। এই ১৫ আগস্টের নির্মম মর্মন্তুদ ঘটনাকে কেন্দ্র করে। আমাদের যে শোকের অনুভূতি রয়েছে, সেই শোকের অনুভূতিকে কেন্দ্র করে শক্তির কেন্দ্রস্থলে পরিণত করে এই ষড়যন্ত্রকারী, এই ঘাতকদের রাজনীতি, বাংলাদেশে যারা ১৫ আগস্ট, ২১ আগস্ট, ১৭ আগস্ট নিয়ে এসেছে এবং রাজনৈতিক দলের মোড়কে এখনো যারা রাজনীতি করার চেষ্টা করছে তাদের প্রতিহত করতে এই সমাবেশ।’
ঠিকানা/এম
সাদ্দাম হোসেন বলেন, ‘ইতিমধ্যে এই ছাত্র সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশের ৫ কোটি শিক্ষার্থীর পরিবারের মধ্যে একটি তুমুল আলোড়ন তৈরি হয়েছে। তাদের হৃদয়ের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। স্বপ্নের মধ্যে একটি উচ্ছ্বাস তৈরি হয়েছে। রক্তের মধ্যে একটি শিহরণ তৈরি হয়েছে, এই সমাবেশকে কেন্দ্র করে। এই ১ সেপ্টেম্বরের সমাবেশকে কেন্দ্র করে ছাত্র সমাজের মধ্যে তুমুল আশা তৈরি হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের এই সমাবেশকে কেন্দ্র করে গোটা বাংলাদেশের নেতাকর্মীরা প্রচার-প্রচারণা চালিয়েছেন। তারা প্রস্তুতি সভা, বর্ধিত সভা করেছেন। ইতিমধ্যেই ছাত্র সমাজের মধ্যে আওয়াজ উঠেছে ‘চলো চলো সোহরাওয়ার্দী উদ্যানে চলো। ১ সেপ্টেম্বরের মহাসমাবেশকে সফল করো।’
সাদ্দাম হোসেন আরও বলেন, ‘এই ছাত্র সমাবেশ আমরা কেন করছি? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতি আমরা যেমন শ্রদ্ধা জানাব এবং একই সঙ্গে বাংলাদেশের সকল ছাত্র সমাজের মধ্যে একটি করুণ সুর রয়েছে। এই ১৫ আগস্টের নির্মম মর্মন্তুদ ঘটনাকে কেন্দ্র করে। আমাদের যে শোকের অনুভূতি রয়েছে, সেই শোকের অনুভূতিকে কেন্দ্র করে শক্তির কেন্দ্রস্থলে পরিণত করে এই ষড়যন্ত্রকারী, এই ঘাতকদের রাজনীতি, বাংলাদেশে যারা ১৫ আগস্ট, ২১ আগস্ট, ১৭ আগস্ট নিয়ে এসেছে এবং রাজনৈতিক দলের মোড়কে এখনো যারা রাজনীতি করার চেষ্টা করছে তাদের প্রতিহত করতে এই সমাবেশ।’
ঠিকানা/এম