
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর ইচ্ছা ও জনগণের ভালোবাসায় বাংলাদেশে মানুষের যদি জামায়াতে ইসলামী সেবা করার সুযোগ পায়— তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। নির্বাচিত হয়ে সরকার গঠন করে তাহলে কোনো এমপি-মন্ত্রী সরকারি প্লট-ফ্ল্যাট গ্রহণ করবে না, ট্যাক্সবিহীন কোনো গাড়িতে চড়বে না।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে আজ ১৯ জুলাই (শনিবার) বিকেলে জামায়াতে ইসলামীর আমির সভাপতির বক্তব্যে একথা বলেন।
কথা বলতে বলতে এক পর্যায়ে জামায়াত আমির মঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর জামায়াত আমির বলেন, আমি এখানে জামায়াতের আমির হিসেবে কথা বলতে আসিনি। কারো পক্ষ হয়ে কথা বলতে আসিনি। আমি ১৮ কোটি মানুষের হয়ে কথা বলতে এসেছি। কিন্তু শরীর আমাকে সহযোগিতা করেনি। এটাও আল্লাহর ইচ্ছা- আমি এখন কথা বলতে পারছি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আগামীতে জামায়াতে ইসলামী থেকে যদি কেউ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয় তাহলে কোনো এমপি ও মন্ত্রী সরকারি প্লট গ্রহণ করবেন না, ট্যাক্সবিহীন কোনো গাড়িতে চড়বেন না, নিজের হাতে টাকা চালাচালি করবেন না। নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন তাহলে কাজ শেষ হওয়ার সাথে সাথে দেশের ১৮ কোটি মানুষের সামনে প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবেন।
জামায়াত আমির বলেন, চাঁদা আমরা নেবো না, দুর্নীতি আমরা করবো না। চাঁদা আমরা নিতে দেবো না, দুর্নীতি আমরা সহ্য করবো না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। জামায়াত আমির বলেন, জামায়াতের আজকের প্রোগ্রামে তিন জন মারা গেছেন। এদের একজন সমাবেশস্থলে মারা যান। আল্লাহ্ তাদের জান্নাত দান করুন। তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আমি বলতে চাই আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়েও আমরা জয়লাভ করব। এর পরপরই তিনি অসুস্থ হয়ে মঞ্চে ঢলে পড়েন। তার কিছুক্ষণ পরই আবার উঠে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুরু করেন।
ঠিকানা/এএস