বিগ ব্যাশের দল হোবার্টকে হারাল রংপুর রাইডার্স

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০১:৪৯ , অনলাইন ভার্সন
গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় জয় পেল রংপুর রাইডার্স। বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্সকে ১ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। আগে ব্যাট করে রংপুর করে ৬ উইকেটে ১৫১ রান। রংপুরের হয়ে ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করেন কাইল মায়ার্স। এ ছাড়া ওপেনার ইব্রাহিম জাদরান করেন ৪৩ রান।

জবাব দিতে নেমে ১৮ ওভার শেষে ৬ উইকেটে ১৩০ রান তোলে হোবার্ট। ১৯তম ওভারে বল করতে এসে পরপর দুই বলে ২ উইকেট নেন খালেদ হাসান। শেষ ওভারে ১৩ রান দরকার ছিল হোবার্টের।

শেষ বলে জয়ের জন্য হোবার্টের দরকার ছিল ৩ রান। তবে ১ রান নিয়ে দ্বিতীয় রান নেওয়ার সময় রান আউট হন বিলি স্টানলেক। তাতে ১ রানের দারুণ জয় পায় রংপুর রাইডার্স।

টুর্নামেন্টে এর আগে প্রথম ম্যাচে গায়ানাকে হারিয়েছিল রংপুর।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078