সাউথ এশিয়ান নেটওয়ার্কের (সান) নতুন অফিস হচ্ছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। আগামী ২৬ আগস্ট এই অফিসের যাত্রা শুরু হবে। এ উপলক্ষে ওই দিন বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের ১৫৪ এস ভারমন্ট অ্যাভিনিউতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে অনুষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন চলছে। যারা অনুষ্ঠানে যোগ দিতে চান, তারা রেজিস্ট্রেশন করে তাতে যোগ দিতে পারবেন।
সানের লস অ্যাঞ্জেলেস অফিসটি ‘দ্য বাংলাদেশি কমিউনিটির ডেভেলপমেন্ট সেন্টার’ হিসেবে স্থাপন করা হয়েছে। সাউথ এশিয়ান মানুষের জন্য তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক ও বাংলাদেশি আমেরিকান সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সেখানে বিভিন্ন বিষয়ে ফ্রি সার্ভিস দেবে। তারা হিন্দি, পাঞ্জাবি, উর্দু, বাংলা, গুজরাটি, তামিল ও পাস্তু ভাষায় সেবা দিয়ে থাকে।
সান যেসব বিষয়ে সেবা দেবে, তার মধ্যে রয়েছে সিটিজেনশিপ অ্যান্ড রিভিক এনগেজমেন্ট, পাবলিক বেনিফিট, ইমোশনাল অ্যান্ড মেন্টাল হেলথ সাপোর্ট, ডমেস্টিক ভায়োলেন্স কেস ম্যানেজমেন্ট প্রভৃতি। সানের সিইটি ইউনিটের মাধ্যমে সিটিজেনশিপ ও সিভিক এনগেজমেন্টের মধ্যে তারা ইউএস সিটিজেনিশপ অ্যাপ্লিকেশন করতে সহায়তা করে। এই আবেদনের ফি ওয়েভার পাওয়ার বিষয়েও সহায়তা করে থাকে। হেইট ক্রাইম প্রিভেনশনের জন্য সহায়তা করার পাশাপাশি ইমিগ্রেশন রেফারিজের বিভিন্ন বিষয়েও সহায়তা করে।
সিএইচএটি ইউনিটের মাধ্যমে পাবলিক বেনিফিটের মধ্যে তারা বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য পাবলিক বেনিফিটের অ্যাপ্লিকেশন অ্যাসিস্ট্যান্টস, মেডিকেল, কভার্ড সিএ, ক্যালফ্রেশন এবং অন্যান্য সহায়তা, সিনিয়র সার্ভিসেস, ইন হোম কেয়ার সার্ভিস ও বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করে থাকে।
সানের ইএমএইচ ইউনিটের মাধ্যমে ইমোশনাল অ্যান্ড মেন্টাল হেলথ সাপোর্টের জন্য তারা বিভিন্ন ধরনের থেরাপি সেশনের ব্যবস্থা করে এডুকেশনাল ওয়ার্কশপের আয়োজন করছে। এ ছাড়া গ্রুপ থেরাপি ও হেলিয় সেশনেরও আয়োজন করছে।
এডব্লিউএজেড ইউনিটের মাধমে ডমেস্টিক ভায়োলেন্সের জন্য তারা ডমেস্টিক ভায়োলেন্স/ সেক্সুয়াল অ্যাসাল্ট/ ট্রাফিকিংয়ের শিকার হলে এর প্রতিকার ও বিচার পাওয়ার বিষয়ে সহায়তা করে। ক্যালিফোর্নিয়াবাসীর মধ্যে আগ্রহী ব্যক্তিরা সান অথবা বাংলাদেশি আমেরিকান সোসাইটির সঙ্গে সরাসরি যোগাযোগ করে অথবা তাদের নির্দিষ্ট ঠিকানা, ফোন নম্বর ও ইমেইলের মাধ্যমে যোগাযোগ করেও সেবা নিতে পারবেন।
সানের লস অ্যাঞ্জেলেস অফিসটি ‘দ্য বাংলাদেশি কমিউনিটির ডেভেলপমেন্ট সেন্টার’ হিসেবে স্থাপন করা হয়েছে। সাউথ এশিয়ান মানুষের জন্য তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক ও বাংলাদেশি আমেরিকান সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সেখানে বিভিন্ন বিষয়ে ফ্রি সার্ভিস দেবে। তারা হিন্দি, পাঞ্জাবি, উর্দু, বাংলা, গুজরাটি, তামিল ও পাস্তু ভাষায় সেবা দিয়ে থাকে।
সান যেসব বিষয়ে সেবা দেবে, তার মধ্যে রয়েছে সিটিজেনশিপ অ্যান্ড রিভিক এনগেজমেন্ট, পাবলিক বেনিফিট, ইমোশনাল অ্যান্ড মেন্টাল হেলথ সাপোর্ট, ডমেস্টিক ভায়োলেন্স কেস ম্যানেজমেন্ট প্রভৃতি। সানের সিইটি ইউনিটের মাধ্যমে সিটিজেনশিপ ও সিভিক এনগেজমেন্টের মধ্যে তারা ইউএস সিটিজেনিশপ অ্যাপ্লিকেশন করতে সহায়তা করে। এই আবেদনের ফি ওয়েভার পাওয়ার বিষয়েও সহায়তা করে থাকে। হেইট ক্রাইম প্রিভেনশনের জন্য সহায়তা করার পাশাপাশি ইমিগ্রেশন রেফারিজের বিভিন্ন বিষয়েও সহায়তা করে।
সিএইচএটি ইউনিটের মাধ্যমে পাবলিক বেনিফিটের মধ্যে তারা বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য পাবলিক বেনিফিটের অ্যাপ্লিকেশন অ্যাসিস্ট্যান্টস, মেডিকেল, কভার্ড সিএ, ক্যালফ্রেশন এবং অন্যান্য সহায়তা, সিনিয়র সার্ভিসেস, ইন হোম কেয়ার সার্ভিস ও বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করে থাকে।
সানের ইএমএইচ ইউনিটের মাধ্যমে ইমোশনাল অ্যান্ড মেন্টাল হেলথ সাপোর্টের জন্য তারা বিভিন্ন ধরনের থেরাপি সেশনের ব্যবস্থা করে এডুকেশনাল ওয়ার্কশপের আয়োজন করছে। এ ছাড়া গ্রুপ থেরাপি ও হেলিয় সেশনেরও আয়োজন করছে।
এডব্লিউএজেড ইউনিটের মাধমে ডমেস্টিক ভায়োলেন্সের জন্য তারা ডমেস্টিক ভায়োলেন্স/ সেক্সুয়াল অ্যাসাল্ট/ ট্রাফিকিংয়ের শিকার হলে এর প্রতিকার ও বিচার পাওয়ার বিষয়ে সহায়তা করে। ক্যালিফোর্নিয়াবাসীর মধ্যে আগ্রহী ব্যক্তিরা সান অথবা বাংলাদেশি আমেরিকান সোসাইটির সঙ্গে সরাসরি যোগাযোগ করে অথবা তাদের নির্দিষ্ট ঠিকানা, ফোন নম্বর ও ইমেইলের মাধ্যমে যোগাযোগ করেও সেবা নিতে পারবেন।