সাগরিকার হ্যাটট্রিক, শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশ

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৮:০৮ , অনলাইন ভার্সন

সাফে বাংলাদেশ এখন যেন অপ্রতিরোধ্য। কি জাতীয় দল বা কি বয়সভিত্তিক দল- সবখানেই আধিপত্য দেখাচ্ছে বাংলাদেশ। প্রায় প্রতিটি ম্যাচেই যেন গোল উৎসব করছে বাংলার মেয়েরা। ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়শিপে শ্রীলঙ্কার বিপক্ষে আরও একবার সেই দৃশ্য দেখা গেলে। শ্রীলঙ্কাকে রীতিমতো গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে বাংলাদেশ। ১১ জুলাই (শুক্রবার) সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে হ্যাটট্রিক করেছেন সাগরিকা খাতুন।

 

ম্যাচের দ্বিতীয় মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন স্বপ্না রানী দাস। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে টপকর্ণার দিয়ে বল পাঠিয়ে দেন জালে।

২ মিনিট পরই লিড দ্বিগুণ করেন মুনকি আক্তার। মাঝমাঠ থেকে বাড়ানো বল নিয়ে ছোটেন তিনি। পেছনে থাকা দুই ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়ান জালে।

 

৪৭ মিনিটে বক্সের বামপাশ থেকে সাগিরকার কাটব্যাক থেকে জাল কাঁপান মুনকি। এক মিনিট পরই আবারও শ্রীলঙ্কার জাল কাঁপায় বাংলাদেশ। বক্সের বাম পাশ থেকে ক্রস বাড়ান সাগরিকা। বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে কোনো ভুল করেননি শিখা আক্তার। জাল খুঁজে নেন তিনি।

 

৫২ মিনিটে বক্সের একটু বাইরে বল পান সাগরিকা। দুজনকে কাটিয়ে ঢুকে যান বক্সে। এরপর সামনে থাকা দুজন ফুটবলারকে ফাঁকি দিয়ে শট নেন গোলে। গোলরক্ষকের হাত স্পর্শ করলেও বল গিয়ে জড়ায় জালে।

 

৫৬ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া মুনকির শট আটকে দেন গোলরক্ষক। তবে দুই মিনিট পরে আর আটকাতে পারেননি তিনি। বক্সের ডানপাশ থেকে বাড়ানো বল বক্সের মধ্যে পেয়ে যান সাগরিকা। দারুণ শটে কাছের পোস্টের টপকর্ণার দিয়ে পাঠিয়ে দেন জালে। পূর্ণ করে নেন হ্যাটট্রিক।

 

৭০তম মিনিটে বাংলাদেশের আক্রমণ থেকে প্রথম শটে দলকে বিপদ মুক্ত করেন লঙ্কান গোলরক্ষক থারুসিকা। তার পাঞ্চ করে দেওয়া বলের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। এবার মুনকি আক্তারের শট ফেরে গোলবারে লেগে। পরের শট চলে যায় বাইরে দিয়ে।

 

৭৫ মিনিটে বক্সের ডানপাশ থেকে  নেওয়া শট গ্লাভস বন্দি করেন লঙ্কান গোলরক্ষক। পরের মিনিটে বক্সের মধ্যে থেকে নেওয়া শট আটকে দেন গোলরক্ষক। প্রথম দফায় পুরোপুরি গ্লাভসবন্দি করতে না পারলেও বিপদ ঘটতে দেননি।

 

২ মিনিট পরে নমিরন খাতুনের শট কর্ণারের বিনিময়ে রক্ষা করেন শ্রীলঙ্কার গোলরক্ষক। কর্ণার থেকে অনেকক্ষণ পরে আবারও জাল খুঁজে নেয় বাংলাদেশ। জটলায় পেয়ে সেটাকে জালে জড়িয়ে দেন রুপা।

 

৯০ মিনিটে বক্সের বাম পাশ থেকে শিখার টপকর্ণার দিয়ে উড়িয়ে মারা বল আটকে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক। সেখান থেকে পাল্টা আক্রমণে সান্ত্বনা সূচক একমাত্র গোলটি পায় শ্রীলঙ্কা। এক মিনিট পরই আবার গোল দেয় বাংলাদেশ। বল জালে জড়ান শান্তি।

 

ঠিকানা/এএস

M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078