
এক ইশারায় এই সকালে রাতের অন্ধকার,
কালো মেঘের শামিয়ানা, বাজ পড়া চিৎকার।
ভেজা বাতাস, সিক্ত সুবাস
সবুজ পাতায় প্রাণের আভাস,
আনাজ ডালে দূরের পাখির
জলভেজা চোখ, দৃষ্টি উদাস।
এই ছবিটা সহজ,
এই বৃন্তে ফুটছে দেখ স্বপ্নগুলো জলজ।
জলজ স্বপ্নে নিযুত বেশ
ভিজছে স্মৃতি তোমার কেশ,
ছড়িয়ে পাষাণ ইন্দ্র পতন
কার প্রেমেতে বিশ্ব মগন;
কার খেয়ালে ঝরছে বারি কাঁপিয়ে ঐ সপ্তগগন?
কালো মেঘের শামিয়ানা, বাজ পড়া চিৎকার।
ভেজা বাতাস, সিক্ত সুবাস
সবুজ পাতায় প্রাণের আভাস,
আনাজ ডালে দূরের পাখির
জলভেজা চোখ, দৃষ্টি উদাস।
এই ছবিটা সহজ,
এই বৃন্তে ফুটছে দেখ স্বপ্নগুলো জলজ।
জলজ স্বপ্নে নিযুত বেশ
ভিজছে স্মৃতি তোমার কেশ,
ছড়িয়ে পাষাণ ইন্দ্র পতন
কার প্রেমেতে বিশ্ব মগন;
কার খেয়ালে ঝরছে বারি কাঁপিয়ে ঐ সপ্তগগন?