
উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ৭ জুলাই (সোমবার) রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা হামলায় ৫ ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। নিহত সৈন্যদের মধ্যে জেরুজালেমের বাসিন্দা স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০), সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০), সার্জেন্ট নোয়াম আহরন মুসগাদিয়ান, হাইফার বাসিন্দা সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রেজি.) বেনিয়ামিন আসুলিন ও বেইত শেমেশের বাসিন্দা স্টাফ সার্জেন্ট মোশে শমুয়েল নোল।
আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, সোমবার রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সৈন্যরা রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার আঘাতে আহত হন।
হতাহতদের উদ্ধারের চেষ্টার সময় এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে। ১৪ জন আহতের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
সামরিক বাহিনী জানিয়েছে, সৈন্যদের অভিযানের আগে এলাকাটিতে বিমান হামলা চালানো হয়। কিন্তু তারপরও পাল্টা হামলার শিকার হতে হলো।
নেতজাহ ইয়েহুদা সৈন্যরা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করে। বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে একটি আক্রমণে অংশ নিচ্ছে তারা। এ অভিযানের লক্ষ্য হলো, এলাকায় অবশিষ্ট স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পূর্ণ নির্মূল করা।
ঠিকানা/এসআর
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ৭ জুলাই (সোমবার) রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা হামলায় ৫ ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। নিহত সৈন্যদের মধ্যে জেরুজালেমের বাসিন্দা স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০), সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০), সার্জেন্ট নোয়াম আহরন মুসগাদিয়ান, হাইফার বাসিন্দা সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রেজি.) বেনিয়ামিন আসুলিন ও বেইত শেমেশের বাসিন্দা স্টাফ সার্জেন্ট মোশে শমুয়েল নোল।
আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, সোমবার রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সৈন্যরা রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার আঘাতে আহত হন।
হতাহতদের উদ্ধারের চেষ্টার সময় এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে। ১৪ জন আহতের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
সামরিক বাহিনী জানিয়েছে, সৈন্যদের অভিযানের আগে এলাকাটিতে বিমান হামলা চালানো হয়। কিন্তু তারপরও পাল্টা হামলার শিকার হতে হলো।
নেতজাহ ইয়েহুদা সৈন্যরা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করে। বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে একটি আক্রমণে অংশ নিচ্ছে তারা। এ অভিযানের লক্ষ্য হলো, এলাকায় অবশিষ্ট স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পূর্ণ নির্মূল করা।
ঠিকানা/এসআর