জুলাইয়ের প্রথম ৬ দিনে প্রবাসী আয় এসেছে ৪২৭ মিলিয়ন মার্কিন ডলার

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ২৩:২৮ , অনলাইন ভার্সন
জুলাই মাসের প্রথম ৬ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ৭ জুলাই (সোমবার) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ৬ জুলাই পর্যন্ত সময়ে ১৫ দশমিক ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দেশে মোট ৪২৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২২ টাকা ৩২ পয়সা ধরে এ অর্থে পরিমাণ প্রায় ৫ হাজার ২২৩ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের (বিবি) সোমবারের সর্বশেষ তথ্য অনুসারে, গত বছরের একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ৩৭১ মিলিয়ন ডলার।

জানা যায়, প্রবাসী বাংলাদেশিরা ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে প্রাপ্ত সর্বোচ্চ পরিমাণ।

এটি পূর্ববর্তী অর্থবছরের (অর্থবছর ২০২৩-২৪) প্রাপ্ত ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলারের তুলনায় ২৬ দশমকি ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ঠিকানা/এএস 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078