
এজবাস্টনে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টটা হয়ে ওঠে গিলময়। ভারতীয় অধিনায়ক দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন। এমনকি ইংল্যান্ডের ইনিংসের শেষটাও হয়েছে তার হাত ধরে। তিনি ক্যাচ ধরতেই ভারতীয় ক্রিকেট দলের উল্লাস শুরু। ৩৩৬ রানে জিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়।
এজবাস্টনে ১৯৬৭ সাল থেকে টেস্ট খেলছে ভারত। গত ৫৮ বছরে এই ভেন্যুতে ৮ টেস্ট খেললেও জয়ের মুখ দেখেনি তারা। অবশেষে ৯ নম্বরে এসে এজবাস্টন দুর্গ জয় করল ভারত।
দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ৩ উইকেটে ৭২ রানে রোববার (৬ জুলাই) পঞ্চম দিনের খেলা শুরু করে। বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ের চেয়ে ১ ঘণ্টা ৪০ মিনিট পরে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে শুরু হয় খেলা। দিনের খেলা শুরুর পর আকাশ দীপ দ্রুত তুলে নেন ওলি পোপ (২৪) ও হ্যারি ব্রুকের (২৩) উইকেট।
আকাশ দীপের জোড়া আঘাতে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ২১.৩ ওভারে ৫ উইকেটে ৮৩ রান। এরপর বেন স্টোকস আর জেমি স্মিথ খেলতে থাকেন ওয়ানডে আর টেস্টের মিশেলে। ষষ্ঠ উইকেটে ১১৫ বলে ৭০ রানের জুটি গড়েন। পঞ্চম দিনের লাঞ্চ বিরতির আগমুহূর্তে স্টোকসকে (৩৩) এলবিডব্লু করেন ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ডের স্কোর তাতে হয়ে যায় ৬ উইকেটে ১৫৩।
স্টোকস আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। দেখার অপেক্ষা ছিল স্মিথ সেঞ্চুরি তুলে নিতে পারেন কি না। তবে ১২ রানের জন্য টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলতে পারলেন না স্মিথ। ৯৯ বলে ৯ চার ও ৪ ছক্কা মারেন তিনি। শেষ পর্যন্ত ৬০৮ রানের লক্ষ্যে নামা ইংল্যান্ড ৬৮.১ ওভারে ২৭১ রানে অলআউট হয়ে যায়। ব্রাইডন কার্সকে ফিরিয়ে ইংলিশদের ইনিংসের ইতি টানেন আকাশ। তাতে টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন আকাশ। ১৮৭ রান খরচ করে ১০ উইকেট নিয়েছেন তিনি।
ম্যান অব দ্য ম্যাচ গিল৷ প্রথম ইনিংসে ৩৮৭ বলে করেন ২৬৯ রান। তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে ভারত প্রথম ইনিংসে করে ৫৮৭ রান। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৪০৭ রানে অলআউট হয়েছে। এরপর ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪২৭ রানে ইনিংস ঘোষণা করে। এবার গিল ১৬২ বলে করেন ১৬১ রান। ৪৩০ রান করে ভারতের ক্রিকেট ইতিহাসে এক টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন গিল।
ঠিকানা/এনআই
এজবাস্টনে ১৯৬৭ সাল থেকে টেস্ট খেলছে ভারত। গত ৫৮ বছরে এই ভেন্যুতে ৮ টেস্ট খেললেও জয়ের মুখ দেখেনি তারা। অবশেষে ৯ নম্বরে এসে এজবাস্টন দুর্গ জয় করল ভারত।
দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ৩ উইকেটে ৭২ রানে রোববার (৬ জুলাই) পঞ্চম দিনের খেলা শুরু করে। বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ের চেয়ে ১ ঘণ্টা ৪০ মিনিট পরে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে শুরু হয় খেলা। দিনের খেলা শুরুর পর আকাশ দীপ দ্রুত তুলে নেন ওলি পোপ (২৪) ও হ্যারি ব্রুকের (২৩) উইকেট।
আকাশ দীপের জোড়া আঘাতে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ২১.৩ ওভারে ৫ উইকেটে ৮৩ রান। এরপর বেন স্টোকস আর জেমি স্মিথ খেলতে থাকেন ওয়ানডে আর টেস্টের মিশেলে। ষষ্ঠ উইকেটে ১১৫ বলে ৭০ রানের জুটি গড়েন। পঞ্চম দিনের লাঞ্চ বিরতির আগমুহূর্তে স্টোকসকে (৩৩) এলবিডব্লু করেন ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ডের স্কোর তাতে হয়ে যায় ৬ উইকেটে ১৫৩।
স্টোকস আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। দেখার অপেক্ষা ছিল স্মিথ সেঞ্চুরি তুলে নিতে পারেন কি না। তবে ১২ রানের জন্য টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলতে পারলেন না স্মিথ। ৯৯ বলে ৯ চার ও ৪ ছক্কা মারেন তিনি। শেষ পর্যন্ত ৬০৮ রানের লক্ষ্যে নামা ইংল্যান্ড ৬৮.১ ওভারে ২৭১ রানে অলআউট হয়ে যায়। ব্রাইডন কার্সকে ফিরিয়ে ইংলিশদের ইনিংসের ইতি টানেন আকাশ। তাতে টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন আকাশ। ১৮৭ রান খরচ করে ১০ উইকেট নিয়েছেন তিনি।
ম্যান অব দ্য ম্যাচ গিল৷ প্রথম ইনিংসে ৩৮৭ বলে করেন ২৬৯ রান। তার টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে ভারত প্রথম ইনিংসে করে ৫৮৭ রান। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৪০৭ রানে অলআউট হয়েছে। এরপর ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪২৭ রানে ইনিংস ঘোষণা করে। এবার গিল ১৬২ বলে করেন ১৬১ রান। ৪৩০ রান করে ভারতের ক্রিকেট ইতিহাসে এক টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন গিল।
ঠিকানা/এনআই