তুরস্ক, ফ্রান্স ও গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে দাবানল

প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ২০:২৫ , অনলাইন ভার্সন

তীব্র তাপদাহের পর গ্রিস, তুরস্ক ও ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে দাবানল ছড়িয়ে পড়েছে। এসব দেশে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

 

ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, তুরস্কে গত এক সপ্তাহে খরা-কবলিত অঞ্চলে ছয়শ’রও বেশি দাবানলের মুখোমুখি হয়েছেন দমকলকর্মীরা। কর্তৃপক্ষ জানায়, ইজমির প্রদেশে আগুন নেভানোর সময় আহত হয়ে এক বনকর্মী মারা গেছেন।

 

ইজমির উপকূলীয় শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত এলাকায় আগুনে বৃহস্পতিবার একজন ৮১ বছর বয়সী অসুস্থ বৃদ্ধ এবং একজন ৩৯ বছর বয়সী বনকর্মী প্রাণ হারান। 

 

তুরস্কের কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি এক্স-এ জানান, শুক্রবার সন্ধ্যায় ওই আগুন এবং পশ্চিম ও মধ্য তুরস্কে ছড়িয়ে পড়া আরও ছয়টি দাবানল নিয়ন্ত্রণে এসেছে। তবে শনিবারও দমকলকর্মীরা সিরিয়ার সীমান্তের কাছাকাছি তুরস্কের দক্ষিণ উপকূলবর্তী দোরত্যল অঞ্চলে লড়াই করছেন।

 

দক্ষিণ ইউরোপজুড়ে বয়ে যাওয়া সাম্প্রতিক তাপদাহ থেকে তুরস্ক অনেকটাই রক্ষা পেয়েছে। তবে প্রবল বাতাস দাবানলগুলোকে আরও ভয়াবহ করে তুলেছে।

ফ্রান্সের আবহাওয়া সংস্থা মেতেও-ফ্রান্স শনিবার জানায়, ১৯ জুন শুরু হওয়া প্রচণ্ড তাপদাহ শুক্রবার কমে এসেছে। এ তাপদাহ  ২০০৩ সালের প্রাণঘাতী তাপদাহের সমান সময় মোট ১৬ দিন স্থায়ী ছিল। তবে সেদিনই দক্ষিণ ফ্রান্সের বুশ-দু-রন ও হেরো বিভাগে মৌসুমের প্রথম বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। এর ফলে গ্রীষ্মকালীন ছুটির প্রথম সপ্তাহান্তে গুরুত্বপূর্ণ একটি মহাসড়কের (জি৯ মোটরওয়ে) কিছু অংশ বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

 

এ মহাসড়কের উভয় দিকেই প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয় এবং তীব্র রোদে আটকে পড়া বহু গাড়িচালককে পানি বিতরণ করতে হয়েছে।

মঁপেলিয়ের শহরের কাছাকাছি মিরেভাল এলাকায় ঘূর্ণিবায়ুর কারণে দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় ১০ জনকে সরিয়ে নিতে হয়েছে।

 

৪৬ বছর বয়সী বাসিন্দা লোরেট গারগো বলেন,  এটা (দাবানল) ছিল খুবই ভয়াবহ, বিশেষ করে বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে। বাতাস ছিল নিশ্বাস নেওয়ার অযোগ্য, গোটা গ্রামজুড়ে ধোঁয়া ছেয়ে গিয়েছিল, কিছুই দেখা যাচ্ছিল না, আর আকাশ থেকে বড় বড় ছাই পড়ছিল। গ্রিসে ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে ইভিয়া দ্বীপ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকালের মধ্যে দ্বীপের একাংশে ছড়িয়ে পড়া আগুন লাগানোর ঘটনায় অভিযুক্ত।

 

সরকারি সম্প্রচারমাধ্যম ইআরটি জানায়, ওই ব্যক্তি জমির ঝোপঝাড় পরিষ্কার করার সময় সেখানে আগুন লেগে যায় এবং তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সারাদেশে উষ্ণ তাপমাত্রা ও প্রবল বাতাসের কারণে শনিবারও গ্রিসজুড়ে দমকল বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সূত্র-বাসস

 

ঠিকানা/এএস


 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078