
অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক জানিয়েছেন, যুদ্ধের আগে হামাসের যে শক্তি ছিল তারা ফের সেই জায়গায় ফিরে গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করছে, হামাসকে তারা প্রায় নির্মূল করেছে। তবে আইডিএফের দাবির উল্টোটা বললেন এই জেনারেল।
আজ ৬ জুলাই (রবিবার) ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভে এক মতামত নিবন্ধে ব্লিক জানিয়েছেন, বর্তমানে হামাসের যোদ্ধার সংখ্যা ৪০ হাজারে পৌঁছেছে। যে সংখ্যাটি যুদ্ধের আগে প্রায় একই ছিল। তিনি বলেছেন, হামাসের অনেক যোদ্ধা এখনো সুড়ঙ্গে থেকে অভিযান পরিচালনা করছে।
“হামাস এখনো গেরিলা যোদ্ধা হিসেবে লড়াই করছে। যেমনটা তারা যুদ্ধের শুরুতে করেছিল।”
তিনি আরও লিখেছেন, হামাস কখনো সেনাবাহিনী ছিল না। যার মানে তারা তাদের সামরিক সক্ষমতাও হারায়নি, যেমনটা ইসরায়েল সেনাপ্রধান দাবি করেন। সূত্র: আলজাজিরা
ঠিকানা/এসআর
আজ ৬ জুলাই (রবিবার) ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভে এক মতামত নিবন্ধে ব্লিক জানিয়েছেন, বর্তমানে হামাসের যোদ্ধার সংখ্যা ৪০ হাজারে পৌঁছেছে। যে সংখ্যাটি যুদ্ধের আগে প্রায় একই ছিল। তিনি বলেছেন, হামাসের অনেক যোদ্ধা এখনো সুড়ঙ্গে থেকে অভিযান পরিচালনা করছে।
“হামাস এখনো গেরিলা যোদ্ধা হিসেবে লড়াই করছে। যেমনটা তারা যুদ্ধের শুরুতে করেছিল।”
তিনি আরও লিখেছেন, হামাস কখনো সেনাবাহিনী ছিল না। যার মানে তারা তাদের সামরিক সক্ষমতাও হারায়নি, যেমনটা ইসরায়েল সেনাপ্রধান দাবি করেন। সূত্র: আলজাজিরা
ঠিকানা/এসআর