তুরস্কে বিরোধীদের বিরুদ্ধে অভিযান, ৩ মেয়র গ্রেপ্তার

প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১১:০৭ , অনলাইন ভার্সন
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পিপলস পার্টির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে৷ ইস্তাম্বুলের মেয়রের পর এবার আটক করা হয়েছে দক্ষিণ তুরস্কের তিন মেয়রকে ৷ একজন প্রসিকিউটরের বিবৃতি এবং তুরস্কের গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুসারে, শনিবার আরও তিন মেয়রকে আটক করা হয়েছে৷ এদের প্রত্যেকেই তুরস্কের প্রধান বিরোধী দলের সদস্য ৷

গত কয়েক মাস ধরে তুর্কি সরকার বড় ধরনের অভিযান চালাচ্ছে৷ এই অভিযানে রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি)-এর শত শত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে৷ এরমধ্যে ১১ জন মেয়রও রয়েছেন ৷

ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, চাঁদাবাজির অভিযোগে দক্ষিণের তিনটি বড় শহরের মেয়র এবং অন্য আটজনকে আটক করা হয়েছে ৷

সিএইচপি দলের কর্মকর্তারা জানিয়েছেন, আটকরা হলেন দক্ষিণের শহর আদানা, দক্ষিণের রিসোর্ট শহর আন্টালিয়া এবং দক্ষিণ-পূর্বের আদিয়ামান শহরের মেয়র ৷

তুরস্কের রাজধানী আংকারার মেয়র মনসুর ইয়াভাস সামাজিকমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘‘আমাদের আদানার মেয়র জেয়দান কারালার, আন্টালিয়ার মেয়র মুহিত্তিন বোচেক এবং আদিয়ামানের মেয়র আব্দুররাহমান তুতদেরেকে আটক করা হয়েছে৷’’

সংবাদমাধ্যম এনটিভি জানিয়েছে, অক্টোবর থেকে চলা একটি বিস্তৃত তদন্তের অংশ হিসাবে ১১ জন মেয়রসহ শত শত সিএইচপি সদস্যকে আটক করা হয়েছে৷

প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এরদোয়ানের ২২ বছরের শাসনে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলু৷ মার্চ মাসে তাকে গ্রেপ্তার করা হয়৷ এরপর এক দশকের মধ্যে সবচেয়ে বড় জনবিক্ষোভ হয় তুরস্কে৷ তাকেও দুর্নীতির অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছিল৷ বিচার শেষের অপেক্ষায় এখনও কারাগারেই আছেন ইমামোলু৷

এই সপ্তাহের শুরুতে ইজমিরের সাবেক মেয়র সিএইচপি দলের টুংক সোয়ের এবং ১৩৭ জন পৌর কর্মকর্তাকে টেন্ডার জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে আটক করা হয়েছিল৷

শুক্রবার সোয়ের এবং আরও ৫৯ জনকে কারাগারে পাঠানো হয়৷ সোয়েরের আইনজীবী এই ঘটনাকে ‘স্পষ্টতই অন্যায্য, বেআইনি ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছেন৷

তুরস্কের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম শুক্রবার জানিয়েছে, আনতালিয়া প্রদেশের ভূমধ্যসাগরীয় রিসোর্ট শহর মানাভগাতের সিএইচপি মেয়র এবং আরও ৩৪ জনকেও দুর্নীতির অভিযোগে আটক করা হয়েছে৷

সিএইচপি তার নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগগুলো অস্বীকার করেছে৷ দলটির দাবি, তদন্ত রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং এর লক্ষ্য এরদোয়ানের রাজনৈতিক হুমকিকে নিষ্ক্রিয় করা৷

সরকারের পক্ষ থেকে অবশ্য জোর দিয়ে বলা হচ্ছে যে, প্রসিকিউটর এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে৷ ২০২৪ সালের স্থানীয় নির্বাচনে এরদোয়ানের দল একেপির বিরুদ্ধে সিএইচপির বিশাল জয়ের সঙ্গে এই অভিযান কোনোভাবেই সম্পর্কিত নয় বলেও দাবি সরকারের৷

ইমামোলুকে কারাগারে পাঠানোর পর তাকেই ২০২৮ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে সিএইচপি৷

তুরস্ককে কর্তৃত্ববাদের দিকে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠার পর জনসমর্থন ধরে রাখতে হিমশিম খাচ্ছেন এরদোয়ান৷ উচ্চ মুদ্রাস্ফীতি এবং লিরার অবমূল্যায়নের ফলে দেশটি এখন অর্থনৈতিক সংকটেরও মুখোমুখি৷

ঠিকানা/এসআর
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078