অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশের বাজে হার

প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ২৩:২৭ , অনলাইন ভার্সন
মুহূর্তেই খেই হারিয়ে ফেলা বাংলাদেশের ব্যাটারদের জন্য নতুন কিছু নয়। বিশেষ করে, সীমিত ওভারের ক্রিকেটে জয়ের সম্ভাবনা জাগিয়ে বাংলাদেশের ম্যাচ হেরে যাওয়ার উদাহরণ রয়েছে ভুরি ভুরি। শ্রীলঙ্কার বিপক্ষে বুধবার (২ জুলাই) তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

হাতে ৯ উইকেট নিয়ে বাংলাদেশের ২০২ বলে দরকার ছিল ১৪৬ রান। ওভারপ্রতি রান দরকার ছিল ৪.৩৪। ব্যর্থতার চক্রে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশের জেতার সুবর্ণ সুযোগ ছিল এই ম্যাচে। কিন্তু দলটা যখন বাংলাদেশ, তখন যেকোনো মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। ৬৭ রানে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। জাকের আলী অনিকের ফিফটা শুধু বাংলাদেশের হারের ব্যবধানই কমাতে পেরেছে। ৭৭ রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা।

২৪৫ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারেই ২ চার মারেন পারভেজ হোসেন ইমন। এই ম্যাচ দিয়েই ওয়ানডেতে অভিষেক হয়েছে ইমনের। তবে ইনিংসটা বেশি বড় করতে পারেননি তিনি। পঞ্চম ওভারের চতুর্থ বলে আসিথা ফার্নান্দোকে তুলে মারতে যান ইমন। আকাশে দীর্ঘক্ষণ ভেসে থাকা বল তালুবন্দী করেন লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস। ওয়ানডে অভিষেকে ১৬ বলে ৩ চারে ১৩ রান করেন ইমন। ইমন ফিরলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৪.৪ ওভারে ১ উইকেটে ২৯ রান। তিন নম্বরে এরপর ব্যাটিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত। তানজিদ তামিমের মতো যখনই বাজে বল পেয়েছেন, সেগুলোকে বাউন্ডারিতে পরিণত করেছেন শান্ত।

৫১ বলে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিলেন তামিম। সাবলীলভাবে খেলতে থাকা বাংলাদেশের এই ব্যাটার দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৭১ বলে ৭১ রানের জুটি গড়তে অবদান রেখেছেন। শান্ত-তামিমের জুটি ভেঙেছে রান আউটে। ১৭তম ওভারের তৃতীয় বলে মাহিশ তিকশানাকে ডিপ মিড উইকেটে ঠেলে ২ রান নিতে যান শান্ত। তবে শান্ত স্ট্রাইকপ্রান্তে ডাইভ দেওয়ার আগেই মিলান রত্নায়েকে ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভেঙে দেন। ২৬ বলে করেছেন ২৩ রান। আউট হওয়ার পর শান্ত অসন্তোষ প্রকাশ করেছেন তানজিদ তামিমের প্রতি।

শান্ত আউট হওয়ার পর বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৬.৩ ওভারে ২ উইকেটে ১০০ রান। সফরকারীদের ইনিংসে মড়ক লাগার শুরু এখান থেকেই। দুই স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের ঘূর্ণিতে মুহূর্তেই ২০.৫ ওভারে ৮ উইকেটে ১০৫ রানে পরিণত হয় বাংলাদেশ। লঙ্কানদের ফিল্ডিংয়েরও তাতে অনেক বড় অবদান রয়েছে। যেখানে ১৮তম ওভারের পঞ্চম বলে হাসারাঙ্গাকে কাভারের ওপর দিয়ে তুলে মারতে যান তানজিদ তামিম। মিড অফ থেকে উড়ে দুর্দান্ত ক্যাচ লুফে নিয়েছেন জানিথ লিয়ানাগে। ৬১ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬২ রান করেন তানজিদ তামিম।

৮ উইকেটে ১০৫ রানে পরিণত হওয়ার পর বাংলাদেশের ইনিংসটা দীর্ঘায়িত হয়েছে জাকেরের ব্যাটিংয়েই। ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন। বাংলাদেশের শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন তিনি। ৩৬তম ওভারের পঞ্চম বলে জাকেরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হাসারাঙ্গা। ৬৪ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৫১ রান করে জাকের আউট হলে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ৩৫.৫ ওভারে ১৬৭ রানে। শ্রীলঙ্কার হাসারাঙ্গা ৭.৫ ওভারে ১০ রানে নিয়েছেন ৪ উইকেট। মেডেন দিয়েছেন ২ ওভার।

টস জিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে আসালাঙ্কা তুলে নিয়েছেন এই ম্যাচেই। ১২৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১০৬ রান করেন লঙ্কান অধিনায়ক। শ্রীলঙ্কা ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট হয়েছে। বাংলাদেশের তাসকিন আহমেদ ১০ ওভারে ৪৭ রানে নিয়েছেন ৪ উইকেট। মেডেন দিয়েছেন ২ ওভার। তাসকিনের পর দলের দ্বিতীয় সেরা বোলার তানজিম হাসান সাকিব। ৯.২ ওভারে ৪৬ রানে পেয়েছেন ৩ উইকেট।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078