ফার্স্ট কাজিনকে বিয়ে করা নিয়ে নানা বিতর্ক রয়েছে। তবে সবচেয়ে নির্ভরযোগ্য ও যুক্তিসঙ্গত মানুষ নিজের ফার্স্ট কাজিনকে (বাবা-মার আপন ভাইবোনের সন্তান) বিয়ে করার চিন্তাভাবনাকে বিকৃত, অসুস্থ ও ভয়ঙ্কর বলেই বিবেচনা করে। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রাজ্যে এই জাতীয় বিয়ে প্রতিরোধ করার জন্য আইনও রয়েছে।
কিন্তু কেউ কেউ এ আইন মান্য করে না। ১৯টি রাজ্যে আপনার ফার্স্ট কাজিনকে বিয়ে করে ‘পরিবারে রাখা’ পুরোপুরি বৈধ। আপনি যদি ছকবাধা চিন্তা করেন তবে মনে করতে পারেন এসবই ঘটে দক্ষিণে। আসলে তা নয়।
আমরা এখানে কেন বিয়ে করা যাবে বা কেনই যাবে না- তা নিয়ে আলোচনায় যাচ্ছি না। আমরা শুধু জানতে চাই আপনি আইনত নিউইয়র্ক রাজ্যে আপনার ফার্স্ট কাজিনকে বিয়ে করতে পারবেন কিনা।
সংক্ষেপে বলতে গেলে হ্যাঁ... হ্যাঁ আপনি পারবেন। আপনি নিউইয়র্ক রাজ্যে আপনার ফার্স্ট কাজিনকে বিয়ে করতে পারেন। তবে নিউইয়র্কের বিবাহ আইনে এমন কোনো ধারা নেই- যা বলে ‘ফার্স্ট কাজিন ইজ ফেয়ার গেম!’ আবার ফার্স্ট কাজিন সম্পর্ক নিয়ে বিবাহ আইনে কোনো বাধানিষেধও উল্লেখ নেই। সুতরাং এটি ফার্স্ট কাজিনকে বিয়ে করা পুরোপুরি আইনি করে তোলে।
কিছু বিখ্যাত ব্যক্তি আছে যারা তাদের কাজিনদের বিয়ে করেছেন।
কাজিনকে বিয়ে করেছেন এমন বিখ্যাত ব্যক্তিদের কথা উঠলেই ফ্র্যাঙ্কলিন এবং এলেনর রুজভেল্টের কথা মনে আসে।
এখানে আরও কিছু বিখ্যাত ব্যক্তি রয়েছে যারা তাদের কাজিনকে বিয়ে করেছেন-
রুডি জুলিয়ানি : জুলিয়ানি ১৯৬৮ সালে তার সেকেন্ড কাজিন রেজিনা পেরুগিকে বিয়ে করেন। অবশ্য ১৪ বছর পর তাদের এ বিয়ে ভেঙে যায়।
এডগার অ্যালান পো : পো ২৭ বছর বয়সে তার ফার্স্ট কাজিন ১৩ বছর বয়সী ভার্জিনিয়া এলিজা ক্লেমকে বিয়ে করেন।
সাদ্দাম হোসেন : ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের একাধিক স্ত্রী ছিল। কিন্তু তার প্রথম স্ত্রী সাজিদা তালফাহ ছিল তার ফার্স্ট কাজিন।
চার্লস ডারউইন : মজার ব্যাপার হলো, যে মানুষটি বিবর্তন এবং ইনব্রিডিং নিয়ে এত গবেষণা করেছেন তিনি তার ফার্স্ট কাজিন এমা ওয়েজউডকে বিয়ে করেছিলেন। তাদের ১০টি সন্তান ছিল। এর মধ্যে ৩টি অল্প বয়সে মারা যায়।
কিন্তু কেউ কেউ এ আইন মান্য করে না। ১৯টি রাজ্যে আপনার ফার্স্ট কাজিনকে বিয়ে করে ‘পরিবারে রাখা’ পুরোপুরি বৈধ। আপনি যদি ছকবাধা চিন্তা করেন তবে মনে করতে পারেন এসবই ঘটে দক্ষিণে। আসলে তা নয়।
আমরা এখানে কেন বিয়ে করা যাবে বা কেনই যাবে না- তা নিয়ে আলোচনায় যাচ্ছি না। আমরা শুধু জানতে চাই আপনি আইনত নিউইয়র্ক রাজ্যে আপনার ফার্স্ট কাজিনকে বিয়ে করতে পারবেন কিনা।
সংক্ষেপে বলতে গেলে হ্যাঁ... হ্যাঁ আপনি পারবেন। আপনি নিউইয়র্ক রাজ্যে আপনার ফার্স্ট কাজিনকে বিয়ে করতে পারেন। তবে নিউইয়র্কের বিবাহ আইনে এমন কোনো ধারা নেই- যা বলে ‘ফার্স্ট কাজিন ইজ ফেয়ার গেম!’ আবার ফার্স্ট কাজিন সম্পর্ক নিয়ে বিবাহ আইনে কোনো বাধানিষেধও উল্লেখ নেই। সুতরাং এটি ফার্স্ট কাজিনকে বিয়ে করা পুরোপুরি আইনি করে তোলে।
কিছু বিখ্যাত ব্যক্তি আছে যারা তাদের কাজিনদের বিয়ে করেছেন।
কাজিনকে বিয়ে করেছেন এমন বিখ্যাত ব্যক্তিদের কথা উঠলেই ফ্র্যাঙ্কলিন এবং এলেনর রুজভেল্টের কথা মনে আসে।
এখানে আরও কিছু বিখ্যাত ব্যক্তি রয়েছে যারা তাদের কাজিনকে বিয়ে করেছেন-
রুডি জুলিয়ানি : জুলিয়ানি ১৯৬৮ সালে তার সেকেন্ড কাজিন রেজিনা পেরুগিকে বিয়ে করেন। অবশ্য ১৪ বছর পর তাদের এ বিয়ে ভেঙে যায়।
এডগার অ্যালান পো : পো ২৭ বছর বয়সে তার ফার্স্ট কাজিন ১৩ বছর বয়সী ভার্জিনিয়া এলিজা ক্লেমকে বিয়ে করেন।
সাদ্দাম হোসেন : ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের একাধিক স্ত্রী ছিল। কিন্তু তার প্রথম স্ত্রী সাজিদা তালফাহ ছিল তার ফার্স্ট কাজিন।
চার্লস ডারউইন : মজার ব্যাপার হলো, যে মানুষটি বিবর্তন এবং ইনব্রিডিং নিয়ে এত গবেষণা করেছেন তিনি তার ফার্স্ট কাজিন এমা ওয়েজউডকে বিয়ে করেছিলেন। তাদের ১০টি সন্তান ছিল। এর মধ্যে ৩টি অল্প বয়সে মারা যায়।