দেশে বাড়ছে করোনা, এক দিনে ২ জনের মৃত্যু

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ২০:৪২ , অনলাইন ভার্সন
দেশে ফের বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত এক দিনে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছে আরও ১৫ জন। শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া ওই দুজন নারী। তাদরে মধ্যে একজন ঢাকার, অন্যজন চট্টগ্রামের। এ নিয়ে এ বছর করোনায় তিনজনের মৃত্যু হলো।

অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে ১৫ জনের করোনা শনাক্ত হয়।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078