যেসব দেশে শিরোপা জিতেছেন মেসি

প্রকাশ : ২২ অগাস্ট ২০২৩, ১০:২৫ , অনলাইন ভার্সন
ইন্টার মায়ামিকে শিরোপা জিতিয়ে নতুন এক গল্পের সূচনা করেছেন লিওনেল মেসি। মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে শিরোপা উদ্‌যাপনের মধ্য দিয়ে এ নিয়ে ১৬টি দেশে ৪৪টি ট্রফি উঁচিয়ে ধরেছেন আর্জেন্টাইন মহাতারকা। রোববারের আগপর্যন্ত মেসির শিরোপা উদ্‌যাপনের সাক্ষী হয়েছিল ১৫টি দেশ।

একনজরে যেসব দেশে মেসি শিরোপা জিতেছেন, সে তালিকাটা দেখে নেওয়া যাক-

স্পেন: লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ।

নেদারল্যান্ডস: ২০২০ সালে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ।

ফ্রান্স: লিগ ওয়ান শিরোপা, ২০০৫–২০০৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ।  

চীন: ২০০৮ সালের অলিম্পিক।

ইতালি: ২০০৮–০৯ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ।

মোনাকো: ২০০৯ সালের ইউরোপিয়ান সুপার কাপ।

সংযুক্ত আরব আমিরাত: ২০০৯ সালের ক্লাব বিশ্বকাপ।

ইংল্যান্ড: ২০১০–১১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ এবং কনমেবল উয়েফা কাপ অব চ্যাম্পিয়নস (কনমেবল) বা ফাইনালিসিমা।

জাপান: ২০১১ ও ২০১৫ সালে ক্লাব বিশ্বকাপ।

জার্মানি: ২০১৪–১৫ সালের চ্যাম্পিয়নস লিগ।

জর্জিয়া: ২০১৫ সালের ইউরোপিয়ান সুপার কাপ।

মরক্কো: ২০১৮ সালের স্প্যানিশ সুপার কাপ।

ব্রাজিল: ২০২১ সালের কোপা আমেরিকা।

ইসরায়েল: ২০২২ সালের ফ্রেঞ্চ সুপার কাপ।

কাতার: ২০২২ সালের বিশ্বকাপ।

যুক্তরাষ্ট্র: লিগস কাপ।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078